স্টাফ রিপোর্টার: দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে ভালোবাসেন না জোসে মোলিনা। ছোট ছোট পরিকল্পনা করে এগোতে ভালোবাসেন মোহনবাগান কোচ। তেমনই বৃহস্পতিবারের হায়দরাবাদ এফসি ম্যাচ জিতে পরের ম্যাচ নিয়ে ভাবতে চান তিনি।
এখনও পর্যন্ত ১১ জানুয়ারি ডার্বির দিন পরিবর্তন হয়নি। তাই হায়দরাবাদ এফসি ম্যাচের পরই ডার্বি খেলতে নামতে হবে জেমি ম্যাকলারেনদের। স্বাভাবিকভাবে এই ম্যাচ জিতে ডার্বির আগে নিজেদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিতে চান জেসন কামিংসরা। যদিও কোচ মোলিনা বলছেন, ডার্বি কিংবা সুপার সিক্স নিয়ে ভাবতে চান না। আপাতত ভাবনায় হায়দরাবাদ ম্যাচ। মোহনবাগান যেখানে লিগ টেবলের শীর্ষে, তখন নিজামের শহরের দলটির অবস্থান দ্বাদশে। তবুও অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পচা শামুকে পা কাটতে চান না মোলিনা। তার উপর এই ম্যাচে টিকিট বিনামূল্যে দিচ্ছে মোহনবাগান। চল্লিশ হাজার টিকিট বাজারে ছাড়া হয়েছে বলে খবর। সতর্কতা অবলম্বন করেই এই চল্লিশ হাজার দর্শকের সামনে গোল পার্থক্য বাড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছেন লিস্টন কোলাসোরা।
দিমিত্রি পেত্রাতোসের চোট এখনও পুরোপুরি সারেনি। আশিক কুরুনিয়ান ও আপুইয়াও এই ম্যাচে নেই। এই তিন ফুটবলারই এদিন রিহ্যাব সারলেন। তবে আশার কথা, সুস্থ হয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রথম একাদশে না থাকলেও স্কোয়াডে থাকছেন তিনি। বড় ম্যাচের আগে যা আপাতত স্বস্তিতে রাখছে সবুজ-মেরুন সমর্থকদের। এই মুহূর্তে স্টুয়ার্টের সুস্থ হওয়াটা খুবই জরুরি মোহনবাগান মাঝমাঠের জন্য। যদিও হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম একাদশে আক্রমণভাগে ম্যাকলারেন ও কামিংসের খেলার সম্ভাবনাই বেশি। গ্রেগকে পরিবর্ত হিসাবে আনতে পারেন মোলিনা। রক্ষণে আশিস রাই, অ্যালবার্তো রডরিগেজ, টম অলড্রেড আর শুভাশিস বসু থাকতে পারেন। মাঝমাঠে সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, অনিরুধ থাপা ও লিস্টন কোলাসো শুরু করতে পারেন।
কোচ মোলিনা বুধবার বলছিলেন, “দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে চাই না। আপাতত পরের দিন নিয়েই ভাবছি, মানে পরের ম্যাচ। আশা করি এই ম্যাচে জয় তুলে আনব। চাপ রয়েছে ঠিকই, এই চাপ নিয়েই সব ট্রফিই জিততে চাই। এই জয়ই আগামী দিনে এগিয়ে যাওয়ার প্রেরণা।” এদিনও অনুশীলনে অনুপস্থিত ছিলেন মনবীর সিং। তবে তাঁকে বেঞ্চে রাখবেন মোলিনা। গত ম্যাচে জয় এলেও ক্লিনশিট আসেনি। এই ম্যাচে শুধু জয় নয়, পাশাপাশি ক্লিনশিট রাখতেও মরিয়া অলড্রেড। মোহনবাগান রক্ষণের এই বিদেশি বলছিলেন, “বছরের শেষটা আমরা লিগ টেবলের শীর্ষে থেকে করতে পেরেছি। এই ম্যাচে রক্ষণ মজবুত করে ক্লিনশিট রাখতে হবে আমাদের। সেটপিস মুভমেন্টে আমরা দলগতভাবে ভালো করছি। ভালো খেলছে অ্যালবার্তোও। রক্ষণে দায়িত্ব পালন করার পাশাপাশি গুরুত্বপূর্ণ গোল করে দলকে সাহায্য করছে। এভাবেই আমরা দলকে সাহায্য করতে চাই।”
আজ আইএসএলে
মোহনবাগান বনাম
হায়দরাবাদ এফসি
যুবভারতী, সন্ধ্যা ৭.৩০
স্পোর্টস ১৮ নেটওয়ার্কে