shono
Advertisement
Neymar

'রাজপুত্রের প্রত্যাবর্তন', ছোটবেলার ক্লাব স্যান্টোসে ফিরে চোখের জলে ভাসলেন নেইমার

২০০৯ থেকে ২০১৩ সালে পর্যন্ত ব্রাজিলের ক্লাব স্যান্টোসে খেলেছেন তিনি।
Published By: Arpan DasPosted: 05:12 PM Feb 01, 2025Updated: 05:12 PM Feb 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ঘরে ফিরলেন রাজপুত্র'। আর সেই রাজকীয় অভ্যর্থনায় চোখের জলে ভাসলেন নেইমার। আল হিলাল থেকে চুক্তি ছিন্ন করে ব্রাজিলের স্যান্টোসে ফিরেছেন তিনি। ২০০৯ থেকে ২০১৩ সালে পর্যন্ত ব্রাজিলের ক্লাব স্যান্টোসে খেলেছেন তিনি। আপাতত ছমাসের চুক্তিতে দলে যোগ দিয়েছেন ব্রাজিলীয় তারকা।

Advertisement

১২ বছর আগে স্যান্টোস ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তিনি। ২০২৫ সালে ফের স্যান্টোসেই ফিরলেন ব্রাজিলিয়ান তারকা নেমার। প্রায় একযুগ পর আবার স্যান্টোসে প্রত্যাবর্তনের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নেমার। জানিয়েছেন, স্যান্টোসে ফিরতে পেরে তিনি খুশি। আর সেই খুশির সাক্ষী থাকল এস্তাদিও উরবানো কালদেইরা। অর্থাৎ স্যান্টোসের স্টেডিয়াম।

৩২ বছর বয়সি নেইমারকে সাদর অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন কয়েক হাজার ভক্ত। গোটা স্টেডিয়াম তাঁরা আলোকিত করে রেখেছিলেন। সেখানে নেইমারের পরনে স্যান্টোসের সাদা-কালো জার্সি, মাথায় সাদা ফেটি। ক্লাবের জার্সিকে চুমু খাওয়ার পরই কেঁদে ফেলেন নেইমার। পরে পেলের সঙ্গে তাঁর ছবিও সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়। যার ক্যাপশনে লেখা, 'রাজা ও রাজপুত্র। এভাবেই ঐতিহ্যকে সম্মান জানানো হোক।' সঙ্গে হ্যাশট্যাগ, 'রাজপুত্রের প্রত্যাবর্তন'।

উল্লেখ্য, ২০২৩-এ পিএসজি থেকে প্রায় ৮৫০ কোটি টাকায় আল হিলালে আসেন ব্রাজিলীয় তারকা। কিন্তু চোটের কবল থেকে মুক্তি মেলেনি। পুরনো চোট সারিয়ে ফিরে আসার মধ্যেই গত বছরের নভেম্বরে ফের চোট পান। ফলে ফের দীর্ঘদিন মাঠের বাইরে। আল হিলালে দেড় বছরের কেরিয়ারে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন নেইমার। গোল ১টি, অ্যাসিস্ট ৩টি। সামনের বছর বিশ্বকাপ। অনুমান করা হচ্ছে, সেটাকে মাথায় রেখে কেরিয়ারে বাঁকবদলের সিদ্ধান্ত নিলেন নেইমার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১২ বছর আগে স্যান্টোস ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তিনি। ২০২৫ সালে ফের স্যান্টোসেই ফিরছেন ব্রাজিলিয়ান তারকা নেমার।
  • প্রায় একযুগ পর আবার স্যান্টোসে প্রত্যাবর্তনের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নেমার। জানিয়েছেন, স্যান্টোসে ফিরতে পেরে তিনি খুশি।
  • আর সেই খুশির সাক্ষী থাকল এস্তাদিও উরবানো কালদেইরা। অর্থাৎ স্যান্টোসের স্টেডিয়াম।
Advertisement