shono
Advertisement
Donald Trump

'ওরা বুঝেছে সব ফাঁস হয়ে গিয়েছে', ভারত শুল্ক কমাতে রাজি হতেই খোঁচা ট্রাম্পের

শুল্ক-কাঁটায় ভারত-সহ বহু দেশকে বিঁধেছেন মার্কিন প্রেসিডেন্ট।
Published By: Biswadip DeyPosted: 10:11 AM Mar 08, 2025Updated: 10:11 AM Mar 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'বন্ধুত্বে'র কথা সর্বজনবিদিত। কিন্তু দ্বিতীয়বার মসনদে ফেরার পর ডোনাল্ড ট্রাম্পের রোষানল থেকে রেহাই পায়নি ভারতও। শুক্রবার ওভাল অফিসে বসে তিনি দাবি করলেন, চাপে পড়ে নয়াদিল্লি মার্কিন পণ্যের উপর থেকে শুল্ক কমাতে রাজি হয়েছে। সেই সঙ্গেই তাঁর দাবি, ভারত আপসে রাজি হয়েছে, কেননা ''কেউ অবশেষে ওদের কীর্তি ফাঁস করছে।''

Advertisement

ট্রাম্প আগেই বলেছিলেন, যে সব দেশ মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করবে, সেই দেশের পণ্যের উপরেও পালটা কর চাপাবে আমেরিকা। এরপরই তিনি ঘোষণা করেন, আগামী ২ এপ্রিল থেকে ভারত, চিন-সহ বহু দেশের উপরই পারস্পরিক শুল্ক চাপাবে আমেরিকা। তাঁর কথায়, ”অন্যান্য দেশ আমাদের উপর যে শুল্ক আরোপ করবে, আমরাও তাদের উপর সেই শুল্ক আরোপ করব।”

এহেন পরিস্থিতিতে শুক্রবার ট্রাম্প দাবি করেন, ''নয়াদিল্লি বিরাট শুল্ক চাপিয়ে রেখেছে আমাদের উপরে। বিরাট! শুল্কের হার এতই বেশি যে ওখানে কিচ্ছু বিক্রি করা যায় না। কাজেই ব্যবসা ওখানে বেশ কম। এটাকে একরকম নিষিদ্ধ করাই বলা যায়। তবে এবার ওরা শুল্ক কমাতে রাজি হয়েছে। আসলে ওরা বুঝেছে ওরা যা করেছে তা ফাঁস হয়ে গিয়েছে।''

প্রসঙ্গত, মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ”অন্য দেশরা আমাদের উপরে শুল্ক চাপিয়ে আসছে দশকের পর দশক ধরে। এবার আমাদের পালা ওই সব দেশের বিরুদ্ধে সেটাই ব্যবহার করার। গড় হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, চিন, ভারত, ব্রাজিল ও আরও অসংখ্য দেশই আমাদের উপরে বিরাট শুল্ক চাপিয়ে দেয়, আমরা যতটা চাপাই তার তুলনায়। এটা অন্যায়। ভারত আমাদের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপায়। আমেরিকার ক্ষেত্রে বিষয়টা ঠিক নেই, কোনওদিন ছিলও না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার ওভাল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, চাপে পড়ে নয়াদিল্লি মার্কিন পণ্যের উপর থেকে শুল্ক কমাতে রাজি হয়েছে।
  • সেই সঙ্গেই তাঁর দাবি, ভারত আপসে রাজি হয়েছে, কেননা ''কেউ অবশেষে ওদের কীর্তি ফাঁস করছে।''
  • ট্রাম্প আগেই বলেছিলেন, যে সব দেশ মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করবে, সেই দেশের পণ্যের উপরেও পালটা কর চাপাবে আমেরিকা।
Advertisement