সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোর দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার। ফের বাঁ-হাঁটুতে চোট পেয়ে ছিটকে গেলেন প্রাক্তন ব্রাজিল অধিনায়ক। ২০২৫ সালে তাঁর আর মাঠে ফেরার সম্ভাবনা নেই। যার অর্থ ২০২৬ বিশ্বকাপেও আদৌ তাঁকে ব্রাজিলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে কিনা, সেটা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল।
এমনিতে চোট আঘাতে জর্জরিত নেইমারে কেরিয়ার। বার্সেলোনা ছাড়ার পর থেকেই নানারকম চোটে ভুগছেন তিনি। প্রথমে পিএসজি, পরে আল হিলাল, চোটের জন্য কোথাও নিজের সেরা ফর্ম দেখাতে পারেননি তিনি। জানুয়ারিতে আল-হিলাল ছেড়ে নেইমার তাঁর প্রথম ক্লাব স্যান্টোসে ফিরে আসেন। কিন্তু স্যান্টোসে থিতু হওয়ার আগেই চোট ফের আঘাত হানে নেইমারকে। নিজের পুরনো ক্লাবে ফিরেও দফায় দফায় চোট পেয়েছেন তিনি। যার সাম্প্রতিকতম নজির সংযোজন বাঁ হাঁটুতে মেনিসকাস চোট।
গত ২০ নভেম্বর ব্রাজিলিয়ান সিরি আ–তে মিরাসলের বিপক্ষে খেলার সময় হাঁটুতে চোট পান নেইমার। মঙ্গলবার সাও পাওলোয় পরীক্ষা–নিরীক্ষার পর তাঁর বাঁ হাঁটুর চোট নিশ্চিত হয়। গত কয়েক বছরই এই হাঁটুর চোট ভোগাচ্ছে নেইমারকে। ব্রাজিলের সংবাদমাধ্যমে খবর, চিকিৎসার কারণে এ বছর আর মাঠে না নামার সম্ভাবনাই বেশি নেইমারের। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে স্যান্তোসের সামনে আছে আর তিন ম্যাচ। সেগুলিতে নামার কোনও সম্ভাবনা নেই নেইমারের।
এই চোটের ফলে নেইমারের ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও কার্যত শূন্য হয়ে গেল। ব্রাজিলের হয়ে নেইমার শেষবার খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে বাঁ হাঁটুর এসিএল ছিঁড়ে যায়। এরপর আর আগের ফর্মে ফেরা হয়নি। এর মধ্যে ব্রাজিলের কোচ বদলেছে। সাম্বাদের দায়িত্ব নিয়েছেন কার্লে অ্যান্সেলোত্তি। কিন্তু নেইমারের জন্য সমস্যার বিষয় হল, অ্যান্সেলোত্তির অধীনে একটা ম্যাচও তিনি খেলতে পারেননি। যার ফলে তাঁকে সেভাবে পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাননি ইটালিয় কোচ। বরং তিনি নেইমারের বিকল্প হিসাবে একঝাঁক তরুণকয়ে দিয়ে দল সাজিয়ে ফেলেছেন। ফলে এরপর নেইমার ফিট হলেও আর তিনি ছাব্বিশের বিশ্বকাপে সুযোগ পাবেন কিনা, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে।
