বেঙ্গল সুপার লিগে একপেশে লড়াই দেখল ফুটবলপ্রেমীরা। এফসি মেদিনীপুরকে গোলের মালা পরাল নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। জয়ের পর পয়েন্ট টেবিলের তিমিরেই রইল মেদিনীপুর। চারে উঠল নর্থবেঙ্গল। যদিও এখনও নকআউট নিশ্চিত হয়নি তাদের।
শনিবার কল্যাণী স্টেডিয়ামে বিএসএলের ৫০তম ম্যাচে নর্থবেঙ্গলের দাপুটে ফুটবলের সামনে কার্যত চোখে সর্ষেফুল দেখেছে মেদিনীপুর। যদিও ৩৭ মিনিট পর্যন্ত বোঝা যায়নি এমন 'ট্র্যাজিক' অপেক্ষা করছে মেদিনীপুরের সামনে। নর্থবেঙ্গল প্রথম গোলের দেখা যায় ৩৮ মিনিটে। অ্যান্ডির গোলে এগিয়ে যায় তারা। এরপরেই কার্যত গোল উৎসবে মেতে ওঠে উত্তরবঙ্গ। ৪৪ মিনিটে ব্যবধান বাড়ান রৌনক।
প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৫) সোনমের গোলে স্কোর লাইন ৩-০ করে বিরতিতে যায় নর্থবেঙ্গল। দ্বিতীয়ার্ধেও একই ধারা বজায় থাকে। ৬৩ মিনিটে আমোসের গোলে ৪-০ এগিয়ে যায় পাহাড়ের দলটি। ৭৭ মিনিটে ফের গোল অ্যান্ডির। ৮১ মিনিটে রাজিবুল, ৮৮ মিনিটে ডেভিড, ৯২ মিনিটে (৯০+২) রিকির গোলে স্কোর শিট হয় ৮-০। ৯৪ মিনিটে মেদিনীপুরের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন সুচন্দ্র।
তবে এখনও চার সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়নি। এই ম্যাচ জয়ের ফলে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। তাদের একটি ম্যাচ বাকি। শেষ চারে উঠতে গেলে ২৬ জানুয়ারি নর্থ ২৪ পরগনাকে হারাতেই হবে তাদের। ফলে সেই ম্যাচটির দিকেই এখন সব চোখ বাংলার ফুটবলভক্তদের। উল্লেখ্য, ইতিমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে জেএইচআর রয়্যাল সিটি এফসি, হাওড়া-হুগলি ওয়ারিয়র্স এবং সুন্দরবন বেঙ্গল অটো এফসি।
