স্টাফ রিপোর্টার: গোলরক্ষক বিশাল কাইথকে উদ্দেশ্য করে গুরপ্রীত সিং সান্ধুর করা পোস্টের জবাব দিল মোহনবাগান। নিজেদের সোশাল মিডিয়ার পেজে বৃহস্পতিবার বিশাল কাইথের একটা ভিডিও পোস্ট করে তার ওপরে লেখা হল, 'বহুত জাদা ডিফারেন্স হ্যায়'। সেই ভিডিওতে ছিল আইএসএলে বিশালের একাধিক সেভের মুহূর্ত। মোহনবাগানের পেজে এই পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় পোস্টটি।

ঘটনার সূত্রপাত বাংলাদেশ ম্যাচের পরের দিনই। গুরপ্রীত সিং সান্ধু ব্যক্তিগত সোশাল মিডিয়ায় নিজের ছবি দিয়ে একটা পোস্ট করে যে কথাটি লিখেছিলেন, তার ইংরেজি তর্জমা করলে দাঁড়ায় 'এটাই পার্থক্য।' সেই বাক্যটি সরাসরি কাউকে নির্দিষ্ট করে না বললেও বুঝে নিতে অসুবিধা হয়নি, ইঙ্গিতটা ছিল বিশাল কাইথের দিকেই। সদ্য জাতীয় দল থেকে বাদ পড়েছেন গুরপ্রীত। তার পরিবর্তে জাতীয় দলে আসা বিশাল বাংলাদেশ ম্যাচে মারাত্মক তিনটি ভুল করে ফেলেছিলেন। যদিও সেই ভুল থেকে ফায়দা তুলতে পারেনি বাংলাদেশ। তারপরই ওই পোস্টটি করেন গুরপ্রীত। নিজের করা পোস্টটি কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলেন গুরপ্রীত। কিন্তু ততক্ষণে সেই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে।
সেই পোস্টের নিচেই তাঁর রুচি নিয়ে একাধিক বিরূপ কমেন্ট করছেন মোহনবাগান সমর্থকরা। তবে দুই পক্ষই সরাসরি কারও নাম উল্লেখ করেনি, নিজেদের পোস্টে। জাতীয় দলের হয়েও সাম্প্রতিক কালে গুরপ্রীতের পারফরম্যান্স ভালো নয়। দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল আইএসএলে দারুণ খেলা বিশাল কাইথকে জাতীয় দলে নেওয়ার। জাতীয় কোচ মানালো মার্কেজ এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে স্কোয়াড থেকে বাদ দিয়েছিলেন গুরপ্রীতকে। হয়তো সেই হতাশা থেকেই গুরপ্রীত সিনিয়র হয়েও এমন পোস্ট করে বসেছিলেন। দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরে রবিবার একটু মানসিক চাপেই ছিলেন বিশাল। কিন্তু মালদ্বীপ ও বাংলাদেশের বিরুদ্ধে গোল খাননি তিনি। এবারের আইএসএলে ২৩ ম্যাচে ১৪ টি ক্লিনশিট রয়েছে এই গোলকিপারের। গুরপ্রীতের এই উক্তি স্বাভাবিকভাবেই ভালোভাবে নেয়নি অনেকেই।
এদিন দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়ল মোহনবাগানের জাতীয় দলের ফুটবলাররা। বিশাল পুরো অনুশীলন করলেও শুভাশিস বসু, লিস্টন কোলাসোরা হালকা অনুশীলন করলেন। হালকা চোট থাকা আপুইয়াও রিহ্যাব করলেন। জাতীয় দল থেকে চোট পেয়ে ফেরা মনবীর সিংও অনুশীলন করছেন। এই দুই ফুটবলারকেই চেষ্টা করা হচ্ছে প্লে অফের সেমিফাইনালের আগে ফিট করিয়ে তোলার।