সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের ১৭ জন তরুণ ফুটবলারের সামনে ইউরোপের ক্লাবে উন্নতমানের ট্রেনিং নেওয়ার সুযোগ এসে গেল। স্পেনের ক্লাব মারবেয়া এফসিতে যাচ্ছেন উত্তর-পূর্ব ভারতের এই ১৭ জন অনূর্ধ্ব-১৯ তরুণ ফুটবলার। মারবেয়া এফসির শেয়ার হোল্ডার হলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার ক্যাসেমিরো। ক্লাবের অন্যতম কর্ণধার আরেক প্রাক্তন স্প্যানিশ ফুটবলার এস্তাবান গ্রানেরো। বরদোলুই ট্রফি থেকে স্কাউটের মাধ্যমে প্রাথমিকভাবে ৭২ জন ফুটবলারকে বাছাই করা হয়েছিল। সেখান থেকে ১৭ জনকে চূড়ান্তভাবে বেছে নিয়ে মারবেয়া এফসি'তে নিয়ে যাচ্ছে একটি ফুটবল ম্যানেজমেন্ট গ্রুপ।
এভাবেই তৃণমূল স্তরে ফুটবলের উন্নয়নের লক্ষ্যে এক ধাপ এগিয়ে গেল গুয়াহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশন। পল্টন বাজারের সাইয়ের মাঠে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত চলে একটি ট্রায়াল। সেখান থেকেই এই ১৭ জন ফুটবলারকে বেছে নেওয়া হয়। এই প্রশিক্ষণ শিবিরের তত্ত্বাবধান করেন প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক এবং এএফসি প্রো লাইসেন্সধারী রেনেডি সিং।
গুয়াহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, "আমরা রেনেডি সিংকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের লক্ষ্য ছিল, গোটা প্রক্রিয়ার মধ্যে নিরপেক্ষতা বজায় রাখা। ৭২ জন খেলোয়াড়ের মধ্যে ১৭ জনকে বেছে নেওয়া হয়েছে।" সাইকিয়া আরও বলেন, "ফুটবলারদের বিদেশে পাঠানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে। বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা। তাদের পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের ক্ষেত্রেও সহায়তা করছি।"
বর্তমানে বেঙ্গালুরু এফসি'র সঙ্গে যুক্ত রেনেডি। তিনি বলেন, "ব্যাপারটা মোটেও সহজ ছিল না। কিন্তু আমি সৎ থাকার যথাসাধ্য চেষ্টা করেছি। প্রত্যেকেই প্রতিভাবান। এদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। জিএসএ পাশে দাঁড়ালে এরা অনেক দূর যেতে পারে।" উল্লেখ্য, গোটা প্রক্রিয়ার জন্য খরচ হবে প্রায় ৯৩ লক্ষ টাকা।
