shono
Advertisement
East Bengal

হাজারো সমস্যা সামলে সফলতম ISL মরশুম, পুরস্কার স্বরূপ ব্রুজোকে নিয়ে বড় সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের

গতবার শুরুতেই টানা ছ’টা ম্যাচে হেরে গিয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে যায় ইস্টবেঙ্গল।
Published By: Anwesha AdhikaryPosted: 07:37 PM May 29, 2025Updated: 07:37 PM May 29, 2025

প্রসূন বিশ্বাস: হাজারো সমস্যার মধ্যেও এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ইস্টবেঙ্গল। তার 'পুরস্কার' স্বরূপ হেডকোচ অস্কার ব্রুজোর সঙ্গে আরও একবছরের চুক্তি করল ক্লাব। ২০২৫-২৬ মরশুমেও কোচ থাকবেন লাল-হলুদের স্পেনীয় হেডস্যর।

Advertisement

বৃহস্পতিবার ক্লাবের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আরও একবছরের জন্য ইস্টবেঙ্গলের কোচ হিসাবে থাকবেন অস্কার ব্রুজো। সেখানে বলা হয়, ব্রুজোর অধীনে লাল-হলুদ ব্রিগেড এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছিল। মাঝপথে দায়িত্ব নিয়েও আইএসএলে এক মরশুমে ইস্টবেঙ্গলকে সর্বোচ্চ পয়েন্ট এনে দিয়েছিলেন অস্কার। সবমিলিয়ে অস্কারের পারফরম্যান্সে খুশি ক্লাব কর্তৃপক্ষ এবং ইনভেস্টররা। তাই একবছরের জন্য বাড়ানো হল কোচের মেয়াদ।

ইমামি গ্রুপের তরফে বিভাস বর্ধন আগারওয়াল বলেন, নতুন করে দলের মধ্যে উদ্দেশ্য তৈরি করেছেন অস্কার। আগামী একবছরের জন্য ইস্টবেঙ্গলের দায়িত্ব পেয়ে খুশি অস্কার নিজেও। গত মরশুম থেকে দল হিসাবে শিক্ষা নিয়ে জয়ের সরণিতে ফিরতে চান অস্কার।

প্রসঙ্গত, চুক্তি নবীকরণ হওয়ার আগেই অবশ্য পরের মরশুমের দলগঠনের কাজ শুরু করে দিয়েছিলেন লাল-হলুদ হেডকোচ। ‘হেড অফ ফুটবল’ থাংবই সিংটো নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্তে এসেছেন যে, জানুয়ারি পর্যন্ত চারজন বিদেশি নিয়ে ফুটবল খেললে আইএসএলে যথেষ্ট পরিমাণে প্রভাব পড়বে। কারণ, প্রত্যেকবার ব্যর্থ হওয়ার পর এই মরশুমে প্লে অফ খেলার জন্য শুরু থেকেই ঠিকভাবে এগোতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। গতবার শুরুতেই টানা ছ’টা ম্যাচে হেরে গিয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে যায় ইস্টবেঙ্গল। এবার তাই শুরু থেকেই সতর্ক ইস্টবেঙ্গল। চারজন বিদেশি নিয়ে খেলা শুরু করলে, ফের এই বছরেও শুরুতে দল পিছিয়ে পড়তে পারে, এই ভাবনা থেকেই ঠিক হয়েছে, ৬ জন বিদেশি নিয়েই আইএসএলে খেলা শুরু করবে ইস্টবেঙ্গল। পরে জানুয়ারি থেকে হিজাজি-তালাল খেলায় ফিরলে মোট আটজন বিদেশির মধ্য থেকে ছ’জনকে বেছে নেবেন কোচ অস্কার ব্রুজো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার ক্লাবের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আরও একবছরের জন্য ইস্টবেঙ্গলের কোচ হিসাবে থাকবেন অস্কার ব্রুজো।
  • চুক্তি নবীকরণ হওয়ার আগেই অবশ্য পরের মরশুমের দলগঠনের কাজ শুরু করে দিয়েছিলেন লাল-হলুদ হেডকোচ।
  • গতবার শুরুতেই টানা ছ’টা ম্যাচে হেরে গিয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে যায় ইস্টবেঙ্গল।
Advertisement