shono
Advertisement
Ligue 1

৪৫ বছর পর ফরাসি লিগে প্যারিস এফসি, নজিরের তালিকায় পিছিয়ে পড়বে কলকাতা ডার্বি! কীভাবে?

প্যারিস সাঁ জাঁর থেকে মাত্র এক বছরের বড় প্যারিস এফসি।
Published By: Arpan DasPosted: 09:16 PM May 04, 2025Updated: 09:28 PM May 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রান্সের সেরা ফুটবল ক্লাব বলতে সবার আগে মনে পড়ে প্যারিস সাঁ জাঁর কথা। সেই তুলনায় প্যারিস এফসি'র নাম অপরিচিত। প্যারিস সাঁ জাঁর থেকে ঠিক এক বছরের বড়। অথচ জৌলুসে বা জনপ্রিয়তায় অনেকটাই পিছিয়ে প্যারিস এফসি। এবার ফের ফরাসি লিগে দেখা হবে দুই দলের। আর তাতে নজিরের তালিকায় পিছিয়ে পড়বে কলকাতা ডার্বি। কীভাবে?

Advertisement

একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক। কলকাতার দুই ক্লাবের বয়সই একশো পার। সেই অর্থে ডার্বিও একশো বছর পেরিয়ে গিয়েছে। ময়দানে দুই ক্লাবের মধ্যে দূরত্ব কমবেশি ৭০০ মিটার। খাতায়-কলমে পাশাপাশি থেকেও দুই দলের অনেক দূরত্ব। ডার্বি ঘিরে কত আবেগ, লড়াইয়ের গল্প ছড়িয়ে।

প্যারিস কিন্তু সেই উন্মাদনা থেকে ৪০ বছরের বেশি সময় বঞ্চিত। অন্তত দেশের সেরা লিগে। একদিকে যখন এমবাপের পুরনো ক্লাব তরতর করে এগিয়ে গিয়েছে, তখন পিছনে পড়ে থেকেছে প্যারিস এফসি। বিশেষ করে কাতারের বিনিয়োগ আসার পর অর্থে বা সাফল্যে পিএসজি কয়েকশো যোজন এগিয়ে গিয়েছে। অবশেষে ৪৫ বছর পর লিগ ওয়ানে উত্থান ঘটল প্যারিস এফসির। মার্তিগুয়েসের সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রথম ডিভিশনে উঠল তারা। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট তাদের।

কিন্তু এর সঙ্গে কলকাতা ডার্বির কী সম্পর্ক? আসলে প্যারিসের দুই ক্লাবের মধ্যে দূরত্ব মোটামুটি ১৯৩ মিটার। অর্থাৎ ফুটবলে সবচেয়ে কম দূরত্বে অবস্থিত দুটি ক্লাবের মধ্যে ডার্বি এখন হবে প্যারিসেই। এমন নয় যে, কলকাতা ডার্বিই এই তালিকায় সবার আগে ছিল। যেমন স্কটল্যান্ডের ডান্ডি এফসি'র সঙ্গে ডান্ডি ইউনাইটেডের দূরত্ব মাত্র ১৮৩ মিটার। আবার ইংল্যান্ডের নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে নটস কাউন্টির দূরত্ব ২৭০ মিটার। তবে ইপিএলের দুই ক্লাব লিভারপুল ও এভারটন ক্লাবের দূরত্ব প্রায় এক কিলোমিটার। ফলে মার্সিসাইড ডার্বির থেকে কলকাতা এগিয়েই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফ্রান্সের সেরা ফুটবল ক্লাব বলতে সবার আগে মনে পড়ে প্যারিস সাঁ জাঁর কথা।
  • সেই তুলনায় প্যারিস এফসি'র নাম অপরিচিত। প্যারিস সাঁ জাঁর থেকে ঠিক এক বছরের বড়।
  • অথচ জৌলুসে বা জনপ্রিয়তায় অনেকটাই পিছিয়ে প্যারিস এফসি।
Advertisement