shono
Advertisement
Real Madrid

১০ জনে খেলেও জয় রিয়াল মাদ্রিদের, খেতাবের আরও কাছে লিভারপুল

বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ।
Published By: Prasenjit DuttaPosted: 01:04 PM Apr 14, 2025Updated: 01:04 PM Apr 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাটকীয়তায় মোড়া একটা ম্যাচ। আর সেই ম্যাচে প্রতিপক্ষ আলাভেসের সঙ্গে কষ্টার্জিত জয় পেল রিয়াল মা‌দ্রিদ। ৩৪ মিনিটে এডুয়ার্ডো কামাভিঙ্গার করা একমাত্র গোলটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ৩৮ মিনিটে লাল কার্ড দেখেন কিলিয়ান এমবাপে। তাতেও সমতা ফেরাতে পারেনি আলাভেস। তবে ম্যাচের ৭০ মিনিটে সানচেজ লাল কার্ড দেখার ফলে ১০ জনে খেলতে হয় আলাভেসকেও। 

Advertisement

একদিন আগেই লেগানেসকে ১-০ গোলে হারিয়েছিল বার্সা। এদিন রিয়ালের জয় তাদের স্বস্তিতে রাখবে না। বলা যায়, এই জয়ের ফলে বার্সেলোনার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। আলাভেসকে হারানোর পর লা লিগার পয়েন্ট টেবিলে ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল রিয়াল মাদ্রিদ। সমসংখ্যক ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭০। কষ্ট করে ম্যাচ জিতলেও খেতাব জয়ের দৌড়ে বেশ ভালো জায়গায় চলে এল রিয়াল। 

অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে দাপট অব্যাহত লিভারপুলের। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের রোখা যাচ্ছে না। ওয়েস্টহ্যামকে ২-১ গোলে হারিয়ে খেতাবের আরও কাছে পৌঁছে গেলেন 'রেডস'রা। রবিবারের ম্যাচে ১৮ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। মহম্মদ সালাহর অ্যাসিস্ট থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশ করেন লুইস দিয়াজ। তবে ৮৬ মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে ওয়েস্টহ্যাম। যদিও এর তিন মিনিট পর ভিরগিল ফন ডাইকের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকে ১৩ পয়েন্টে এগিয়ে গেল লিভারপুল। সালাহদের পয়েন্ট এখন ৩২ ম্যাচে ৭৬। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আলাভেসের সঙ্গে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মা‌দ্রিদ।
  • ৩৮ মিনিটে লাল কার্ড দেখেন কিলিয়ান এমবাপে।
  • দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকে ১৩ পয়েন্টে এগিয়ে গেল লিভারপুল।
Advertisement