সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাব বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। আল হিলালের সঙ্গে প্রথম ম্যাচে ড্র করে এই স্প্যানিশ ক্লাব। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। গ্রুপ 'এইচ'-এর ম্যাচে মেক্সিকান ক্লাব পাচুকাকে ৩-১ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে রিয়াল।
তবে ম্যাচের শুরুতেই চাপে পড়ে রিয়াল মাদ্রিদ। খেলা শুরুর ৭ মিনিটেই দশজন হয়ে যায় তারা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ২২ বছর বয়সি ডিফেন্ডার রাউল অ্যাসেনসিও। ফলে প্রায় পুরো সময় ১০ জনে খেলতে হয় রিয়ালকে। তাতে অবশ্য ম্যাচে আধিপত্য রাখতে সমস্যায় পড়তে হয়নি 'লস ব্লাঙ্কোস'দের।
৩৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে যায় রিয়াল। ৪৩ মিনিটে ফের গোল। গার্সিয়ার পাস থেকে বল জালে জড়ান আর্দা গুলের। নিজেদের অনুকূলে ২-০ স্কোর রেখে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে বল নিজেদের দখলের লড়াইয়ে এগিয়ে থাকেন জাবি আলোনসোর ছেলেরা। ৭০ মিনিটে রিয়ালকে ৩-০ গোলে এগিয়ে দেন ভালভার্দে। ৮০ মিনিটে ইলিয়াস মন্টিয়েলের গোলে ব্যবধান কমালেও লাভের লাভ কিছু হয়নি পাচুকার। খেলা শেষ হয় রিয়ালের পক্ষে ৩-১ অবস্থায়।
এই জয়ের ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট সালজবার্গেরও। তবে, গোল ব্যবধানে রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে এই অস্ট্রিয়ান ক্লাব। অন্যদিকে, দু'টি ম্যাচ খেলে ২ পয়েন্ট আল হিলালের। শেষে রয়েছে পাচুকা। ক্লাব বিশ্বকাপের 'জি' গ্রুপের ম্যাচে ৪-১ গোলে মরক্কোর ক্লাব ওয়াইদাদকে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। বড় জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার সিটিও। আরবের ক্লাব আল-আইন এফসি'কে ৬ গোলের মালা পরিয়েছে আর্লিং হালান্ডরা।