shono
Advertisement
Brazil Football Team

ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আন্সেলোত্তি, কোচ বিদায়ের দিনক্ষণও ঠিক করে ফেলল রিয়াল মাদ্রিদ!

রিয়ালের পরবর্তী কোচ কি রাউল গঞ্জালেজ?
Published By: Arpan DasPosted: 06:07 PM Apr 29, 2025Updated: 06:07 PM Apr 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিয়াল মাদ্রিদের অধ্যায় প্রায় শেষ আন্সেলোত্তির। আর তারপরই ব্রাজিলের কোচ হওয়ার দরজা মোটামুটি খোলা তাঁর জন্য। শোনা যাচ্ছে, সেলেকাওদের সঙ্গে মৌখিক কথাবার্তাও হয়ে গিয়েছে আন্সেলোত্তির। কিন্তু কবে রিয়াল বিদায় জানাবে তাঁকে?

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ঘটেছে রিয়াল মাদ্রিদের। কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে দুই পর্ব ৫-১ গোলে হেরেছে লস ব্ল্যাঙ্কোসরা। আন্সেলোত্তির পরিকল্পনা নিয়ে প্রবল সমালোচনা হয়েছে। তারপর আবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে হাতছাড়া হয়েছে কোপা দেল রে ট্রফি। লা লিগায় বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে।

শোনা যাচ্ছিল, আন্সেলোত্তিকে দ্রুত ছাঁটাই করতে চায় রিয়াল। বিশেষ করে কোপা দেল রে ফাইনালের পর কবে রিয়াল সেই সিদ্ধান্ত নেয়, সেটা নিয়ে প্রবল চর্চা হচ্ছিল। তবে এখনই আন্সেলোত্তিকে বিদায় জানাচ্ছে না তারা। লা লিগা জেতার পরই কোচের পদ ছাড়বেন তিনি। যেহেতু এখনও লা লিগা জেতার সম্ভাবনা আছে, তাই কোনও তাড়াহুড়ো করতে চান না ফ্লোরেন্তিনো পেরেজরা। তাছাড়া আন্সেলোত্তির অধীনে রিয়ালের সাফল্যও কম নয়। ফলে 'অপমান' করে নয়, 'সংবর্ধনা' দিয়েই বিদায় তাঁকে বিদায় জানাতে চায় রিয়াল।

এদিকে ১৪ জুন থেকে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। ব্রাজিল চাইছে যেভাবেই হোক, তার আগে আন্সেলোত্তিকে দায়িত্ব দিতে। যেখানে আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে। সেখানে দক্ষিণ আমেরিকার গ্রুপে ব্রাজিল রয়েছে চতুর্থ স্থানে। ফলে দুশ্চিন্তার কালো মেঘ তো আছেই। কিন্তু জুনের মধ্যে যদি আন্সেলোত্তি যদি ব্রাজিলের কোচ হয়ে যান, তাহলে ক্লাব বিশ্বকাপে রিয়ালের দায়িত্ব থাকবেন কে? সেক্ষেত্রে সান্তিয়াগো সোলারি থেকে কাস্তিয়ার কোচ কিংবদন্তি রাউল গঞ্জালেজ, অনেকের নামই উঠে আসছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রিয়াল মাদ্রিদের অধ্যায় প্রায় শেষ আন্সেলোত্তির।
  • আর তারপরই ব্রাজিলের কোচ হওয়ার দরজা মোটামুটি খোলা তাঁর জন্য।
  • শোনা যাচ্ছে, সেলেকাওদের সঙ্গে মৌখিক কথাবার্তাও হয়ে গিয়েছে আন্সেলোত্তির।
Advertisement