shono
Advertisement
Real Madrid

রিয়ালের জয়ে নায়ক ভিনিসিয়াস-এমবাপে, লা লিগায় টানা এক বছর অপরাজিত আন্সেলোত্তির দল

ইপিএলে ফের হোচট ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। অন্য ম্যাচে বড় জয়ে শীর্ষে উঠে এল লিভারপুল।
Published By: Arpan DasPosted: 09:14 AM Sep 22, 2024Updated: 09:16 AM Sep 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লা লিগায় দাপট অব্যাহত রিয়াল মাদ্রিদের। এসপ্যানিওলকে হারিয়ে স্পেনের লিগে টানা ৩৮ ম্যাচ অপরাজিত আন্সেলোত্তির দল। টানা এক বছর হয়ে গেল লা লিগায় তাদের কেউ হারাতে পারেনি। অন্যদিকে ইপিএলের নতুন মরশুমেও ধারাবাহিকতার সমস্যা অব্যাহত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। এক ম্যাচে জয় তো পরের ম্যাচেই হার অথবা ড্র। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল টেন হ্যাগের দলকে। যেখানে ইপিএলে লিভারপুল দুরন্ত ফুটবলে জয়ের রাস্তায় ফিরল। সেই সঙ্গে সিটিকে পিছনে ফেলে উঠে এল লিগ টেবিলের শীর্ষস্থানে। 

Advertisement

লা লিগায় প্রথমে পিছিয়ে পড়েও এসপ্যানিওলকে ৪-১ গোলে ওড়াল আন্সেলোত্তির ছেলেরা। বদলি হিসেবে নেমে ম্যাচের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। নিজে গোল করলেন, করালেনও। বাকি তিনটি গোল করেন কার্ভাহাল, রদ্রিগো ও এমবাপে। এই নিয়ে লা লিগায় টানা ৩৮টি ম্যাচ অপরাজিত রইল রিয়াল মাদ্রিদ। শেষবার তারা ম্যাচ হেরেছিল গত বছরের সেপ্টেম্বরেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। ফলে এক বছর ধরে স্পেনে অপরাজিত রিয়াল মাদ্রিদ।

ইপিএলে নিজেদের আগের ম্যাচে সাউদাম্পটনকে ৩-০ গোলে উড়িয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ব্রুনো ফানান্দেজরা। মাঝে ইএফএল কাপের ম্যাচ জিতেছেন ৭ গোলের ব্যবধানে। কিন্তু এদিন ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। বল দখল কিংবা গোলমুখী শট, সব দিকেই এগিয়ে ছিল রেড ডেভিলরা। কিন্তু গোলের মুখ না খুললে সেসব প্রচেষ্টাই আসলে ব্যর্থ। জির্কজি, দিয়ালো, গারনাচোর তরুণ আক্রমণভাগ দিয়ে কাজ হল না। পরে হোইলুন্ড, র‍্যাশফোর্ডরা নেমেও কাজের কাজ করতে পারলেন না।

অন্য ম্যাচে লিভারপুল ৩- ০ গোলে উড়িয়ে দিল বোর্নমাউথকে। লিভারপুলের হয়ে এদিন জোড়া গোল করলেন লুইস দিয়াজ। একটি গোল ডারউইন নুনেজের। এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে আর্নে স্লটের লিভারপুল। গোলের জন্য বিশেষ অপেক্ষা করতে হয়নি। ২৬ মিনিটে ইব্রাহিমা কোনাতের পাস থেকে গোল করে যান ডিয়াজ। দু'মিনিটের পরে ফের গোল করেন তিনি। এবার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের পাস থেকে। ৩৭ মিনিটে মহম্মদ সালাহর পাস থেকে লিভারপুলের তৃতীয় গোলটি করেন নুনেজ। চেলসিও ৩-০ গোলে এদিন বিধ্বস্ত করল ওয়েস্ট হ্যামকে। এদিকে শুরুতে গোল হজম করেও দুর্দান্ত জয় পেল টটেনহ্যাম। তারা ৩-১ গোলে হারাল ব্রেন্টফোর্ডকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লা লিগায় দাপট অব্যাহত রিয়াল মাদ্রিদের।
  • এসপ্যানিওলকে হারিয়ে স্পেনের লিগে টানা ৩৮ ম্যাচ অপরাজিত আন্সেলোত্তির দল।
  • অন্যদিকে ইপিএলের নতুন মরশুমেও ধারাবাহিকতার সমস্যা অব্যাহত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। 
Advertisement