shono
Advertisement
Cristiano Ronaldo

রোনাল্ডোর বয়স ২৯! আরও ১০ বছর খেলতে চান পর্তুগিজ মহাতারকা

খাস রোনাল্ডোই জানিয়েছেন তাঁর 'বায়োলজিক্যাল এজ'।
Published By: Prasenjit DuttaPosted: 08:05 PM May 23, 2025Updated: 08:05 PM May 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্ম ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি। ২০২৫ সালে এসে তাঁর বয়স ৪০ বছর। অঙ্কের হিসেবে একেবারে নির্ভুল একটা তথ্য। কিন্তু একই সঙ্গে এই তথ্যে গলদও রয়েছে। কি মাথা গুলিয়ে যাচ্ছে? আমার আপনার মাথা গুলিয়ে গেলেও বিশ্ব ফুটবলের এই কিংবদন্তি কিন্তু এমন ধাঁধার অঙ্কে বেশ মজা পেয়েছেন।

Advertisement

এবার খুলে বলা যাক। বর্তমানে তাঁর বয়স যে ৪০, তা কিন্তু দেখে বোঝার উপায় নেই। নব্বই মিনিট অনায়াসেই খেলে দিতে পারেন তিনি। অর্থাৎ, তাঁর ফিটনেস নিয়ে প্রশ্নের কোনও জায়গা নেই। আর এই আবহে খাস রোনাল্ডোই জানিয়েছেন তাঁর 'বায়োলজিক্যাল এজ'।

আমেরিকার একটি প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি 'হুপ'-এর একটি পডকাস্টে কথা বলেছিলেন রোনাল্ডো। এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি। কোম্পানিটি রোনাল্ডোর বায়োলজিক্যাল এজ পরীক্ষা করেছে। তাতে দেখা গিয়েছে তাঁর বয়স ১১ বছর কম। এরপর পর্তুগিজ মহাতারকা মজা করে বলেছেন, "বিশ্বাসই হচ্ছে না আমার বয়স ২৮.৯। তার মানে আমি আরও ১০ বছর খেলতে পারব।"

অর্থাৎ, অঙ্কের হিসেব করলে ৫০ বছর (৪০+১০) খেলার কথা ভাবছেন ক্রিশ্চিয়ানো। এই হিসেব নিকেশের পাঠ চুকিয়ে ফুটবলমহলের ধারণা, রোনাল্ডোর মনে হাজার গোল করার একটা সুপ্ত ইচ্ছে রয়েছে। এই মুহূর্তে তাঁর গোলসংখ্যা ৯৩৪। সেই কারণে আরও বেশ কিছুদিন চুটিয়ে খেলতে চাইছেন তিনি। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, এখন তিনি ২৯-এর তরুণের মতোই খেলছেন। তাই ৬৬টি গোল করতে তাঁর বেশিদিন সময় লাগার কথা নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্ম ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি।
  • ২০২৫ সালে এসে তাঁর বয়স ৪০ বছর।
  • অঙ্কের হিসেবে একেবারে নির্ভুল একটা তথ্য। কিন্তু একই সঙ্গে এই তথ্যে গলদও রয়েছে।
Advertisement