সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএফএ শিল্ড ফাইনালে ডার্বি হারের পরেই ইস্টবেঙ্গলের গোলকিপার কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন সন্দীপ নন্দী। সেই সন্দীপই এবার নতুন দায়িত্বে। নৌশাদ মুসার জাতীয় দলে গোলকিপিং কোচ হিসাবে নিযুক্ত হলেন তিনি। এবার অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের গোলরক্ষক কোচের দায়িত্ব সামলাতে দেখা যাবে তাঁকে। ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিরুদ্ধে দু'টি ম্যাচ খেলবে ভারতের যুব দল। ১৫ এবং ১৮ নভেম্বর খেলা। যার জন্য কলকাতায় ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি শিবির। সেই দলেরই নতুন গোলকিপার কোচ হিসেবে নিয়োগ করা হল বাঙালি গোলকিপার কোচকে।
শিশির ঘোষ ছিলেন সন্দীপের আইডল ফুটবলার। স্বপ্ন ছিল শিশিরের মতো স্ট্রাইকার হওয়ার। বর্ষীয়ান কোচ অমল দত্ত তাঁকে একবার নামিয়েওছিলেন স্ট্রাইকার হিসেবে। যদিও শেষপর্যন্ত ছোটবেলার কোচ গৌতম সরকারের কথায় হয়ে যান গোলকিপার। এরপর তাঁর হাতের বিশ্বস্ত দস্তানা রুখে দিয়েছে বহু নিশ্চিত পতন। তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল সোনালি শিবির-মোহনবাগান ম্যাচ। এর পরেই তাঁর সামনে উন্মুক্ত হয় জাতীয় দলের দরজা। দেশের হয়েছে খেলেছেন ৫৪টি ম্যাচ। জাতীয় লিগ, আই লিগ সবই জিতেছেন। ইস্টবেঙ্গলের আশিয়ান কাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। আর এবার তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ।
ফুটবলার হিসেবে দারুণ সফল সন্দীপ ইস্টবেঙ্গল ছাড়াও চুটিয়ে খেলেছেন মোহনবাগান, চার্চিল ব্রাদার্স, মাহিন্দ্রা ইউনাইটেডে। তাছাড়াও তাঁর কোচিং কেরিয়ারও যথেষ্ট আলোকিত। অনেক ক্লাবে গোলকিপার কোচ হিসাবে কাজ করেছেন সুনামের সঙ্গে। সেই তালিকায় রয়েছে নর্থইস্ট ইউনাইটেড, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, রাজস্থান ইউনাইটেড। সেখান থেকে এই মরশুমের শুরুতে গোলকিপার কোচ হিসাবে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে। কিন্তু লাল-হলুদে কোচিং পর্ব তাঁর সুখের ছিল না।
শিল্ড ফাইনালের ডার্বিতে প্রভসুখন গিলকে তুলে শুধুমাত্র টাইব্রেকারের জন্য দেবজিৎ মজুমদারকে নামানো হয়। যা কাজে লাগেনি। সেটা ছিল সন্দীপেরই সিদ্ধান্ত। তা নিয়ে ক্ষোভ উগরে দেন অস্কার। যদিও সন্দীপের দাবি, তিনি বারবার ক্ষমা চেয়ে নেন। কিন্তু তা সত্ত্বেও সুপার কাপের জন্য গোয়া যেতেই সব প্লেয়ারের সামনে সন্দীপকে অপমান করা হয়। তারপরই পদত্যাগের সিদ্ধান্ত। তাঁর অভিযোগ ছিল, শুরু থেকেই তাঁকে সন্দেহের চোখে দেখতেন অস্কার ব্রুজো। যদিও এখন সেসব অতীত। প্রসঙ্গত, এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলিতে দারুণ খেলেও শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারেনি ভারত। এখন ঘুরে দাঁড়ানোই লক্ষ্য। এখন দেখার নৌশাদ মুসার সঙ্গে জুটি বেঁধে কেমন কাজ করেন সন্দীপ।
