সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু'জনে একসময় একই লিগে প্রতিপক্ষ দলে খেলতেন। তখন রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার দ্বন্দ্বকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। সেই দৃশ্য কি সৌদি আরবেও দেখা যেত? রোনাল্ডো সৌদি প্রো লিগে খেলেন। মেসিও নাকি সেই লিগে খেলতে চেয়েছিলেন। কিন্তু আটকে গেল কোথায়?
বার্সেলোনা ছাড়ার পর প্যারিস সাঁ জাঁর হয়ে খেলেছেন মেসি। যখন তিনি ফ্রান্সের ক্লাব ছাড়ছেন, তখন জল্পনা ছড়ায় সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে তিনি খেলতে পারেন। যাদের প্রতিপক্ষ দল আল নাসরে খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু সে যাত্রায় দুই মহাতারকার এক লিগে খেলা হয়নি। মেসি চলে যান আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে।
এদিকে সামনের বছর বিশ্বকাপ। আমেরিকার লিগ অনেক আগেই শেষ হয়ে যায়। তারপর? সেই নিয়ে বিশেষ পরিকল্পনা ছিল মেসির। সৌদি আরবের মহম্মদ স্পোর্টস অ্যাকাডেমির সিইও আবদুল্লা হামাদ সম্প্রতি একটি পডকাস্টে বলেন, "মেসির পক্ষ থেকে সৌদি আরবে খেলার আগ্রহ প্রকাশ করা হয়। যখন মেজর সকার লিগ বন্ধ থাকে, তখন ও ২০২৬-র বিশ্বকাপের প্রস্তুতির জন্য খেলতে চায়।"
কিন্তু কেন এই প্রস্তাবে রাজি হল না সৌদি আরব? আবদুল্লার বক্তব্য, "আমি এই প্রস্তাবটি দেশের ক্রীড়ামন্ত্রকের কাছে পৌঁছে দিই। কিন্তু তিনি এই প্রস্তাব নাকচ করে দেন। কারণ সৌদি লিগ কোনও টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চ হতে পারে না।" মেসি ও রোনাল্ডোর মধ্যে কী পার্থক্য, সেটা নিয়ে আবদুল্লা বলেন, "মেসি বার্সেলোনার সতীর্থদের নিয়ে এসেছে। কিন্তু রোনাল্ডো যে পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে।
