সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। নীল জার্সির শক্তি বাড়াতে জাতীয় দলের প্রস্তুতি শিবিরে ডাক পেয়েছিলেন দুই ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার অবনীত ভারতী এবং রায়ান উইলিয়ামস। এই আবহে ভারতীয় বংশোদ্ভূত আরেকজন ফুটবলারও বিশ্ব মঞ্চে ব্লু টাইগার্সের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত। কানাডিয়ান স্ট্রাইকার শান হুন্ডাল জানিয়েছেন, তিনি ভারতের হয়ে খেলতে চান।
বর্তমানে ইয়র্ক ইউনাইটেড এফসি'র হয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। দু'দিন আগেই ক্লাবটির নাম পরিবর্তন হয়ে হয়েছে ইন্টার টরন্টো এফসি। সেখানে দুরন্ত ছন্দে পাওয়া গিয়েছে তাঁকে। ২৪ ম্যাচে ৯টি গোল ও দু'টি অ্যাসিস্টও করেছেন তিনি। তিনি চাইলেই কানাডার এই ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে পারেন। তা সত্ত্বেও ভারতের হয়ে খেলার ব্যাপারে ইচ্ছাপ্রকাশ হুন্ডালের। রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রথমেই তুলে ধরেন শিকড়ের কথা, "আমার মা-বাবা, দাদু-ঠাকুমা, পুরো পরিবারের জন্ম পাঞ্জাবে। তাঁরা সব সময় চাইতেন, আমি ভারতের হয়ে খেলি। জানি পাসপোর্ট পাওয়া খুব কঠিন। তবু আমি ভারতের হয়ে খেলতে চাই।"
২৬ বছর বয়সি শান সিং হুন্ডাল ছ'বছর বয়সে ক্যালেডন এসসি'তে যুব ফুটবল খেলতে শুরু করেন। পরে তিনি ব্রাম্পটন ইয়ুথ এসসি এবং মিসিসাউগা এসসি'তে যোগ দেন। অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৫ স্তরে অন্টারিও প্রাদেশিক দলের সদস্যও ছিলেন। ২০১৪ সালের মে মাসে, তিনি টরন্টো এফসি অ্যাকাডেমিতে যোগ দেন। ২০১৬ সালে প্রিমিয়ার ডেভেলপমেন্ট লিগে খেলেছিলেন। ২০১৮ সালে লিগ-১ অন্টারিওতে দু'টি ম্যাচ খেলেছেন। ২০১৮ তারিখে টরন্টো স্কিলজ এফসি'র বিপক্ষে হ্যাটট্রিক করেন। কানাডার অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০ জাতীয় দলেও খেলেছেন তিনি। টরন্টো এফসি'র সঙ্গে ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ এই পাঞ্জাবি সেন্টার ফরোয়ার্ডের কথায়, "আমি ভারতীয় দলে খেলতে চাই। এর জন্য কানাডার পাসপোর্ট ছাড়তেও তৈরি রয়েছি। কিন্তু এখনও স্পষ্ট নই, কীভাবে ভারতীয় পাসপোর্ট পাব। সেখানে কিছু বাধানিষেধ আছে। আমি ওসিআই কার্ডধারী। ভারতের পাসপোর্ট পেতে একবছর ভারতে আইএসএলে খেলতে চাই।"
হুন্ডাল জানিয়েছেন তিনি ইতিমধ্যেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও এই প্রক্রিয়াটি যে খুবই চ্যালেঞ্জিং সে কথাও তুলে ধরেছেন। হুন্ডালের কথায়, "কীভাবে এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তা সত্যিই স্পষ্ট নয়। এ ব্যাপারে তারা আমার সঙ্গে যোগাযোগও করেনি। তাই ব্যাপারটা কঠিন।" এমনকী তিনি এজেন্ট এবং ক্লাবগুলিকেও জানিয়েছেন, জাতীয় দলে খেলার স্বপ্নের চেয়ে আর্থিক দিকটি গৌণ। তিনি বলেন, "আমি ভারতের কিছু এজেন্ট এবং ক্লাবগুলিকেও এ কথা বলেছি। দেখা যাক কী হয়। মূল লক্ষ্য হল জাতীয় দলের হয়ে খেলা। এর জন্য আমি টাকার ব্যাপারেও পরোয়া করি না। কিন্তু এর জন্য তো পাসপোর্ট পেতে হবে।"
হুন্ডাল আইএসএল কিংবা ভারতীয় দল সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখেন। সুনীল ছেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে তাঁর। "সুনীল একজন কিংবদন্তি। ২৫ বছর ধরে শীর্ষস্তরে এভাবে খেলে যাওয়া মুখের কথা নয়। এখনও খেলছেন। দলকে ধারাবাহিকভাবে বহু সাফল্য এনে দিয়েছেন। একজন প্রকৃত নেতা তিনি।" বলে দিচ্ছেন হুন্ডাল। উল্লেখ্য, গত মরশুমের শীতকালীন ট্রান্সফার উইন্ডোয় আইএসএলে আসার ব্যাপারে মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে তাঁর কথাবার্তা এগোলেও শেষ অবধি চুক্তিটি ভেস্তে যায়। তাই আর ভারতে আসা হয়ে ওঠেনি। টরন্টো এফসি'র সঙ্গে এই ফরওয়ার্ডের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি ফ্রি ফুটবলার। শনিবারই ভারতীয় ফুটবল দলের হেডকোচ খালিদ জামিল বলেছিলেন, "আমাদের কাছে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের খোঁজ আছে। আশা করছি, পরের শিবিরেই ডাকা হবে তাদের কয়েকজনকে।" অর্থাৎ আগামীতে যে ভারতীয় দলে আরও ওসিআই ফুটবলার দেখা যাবে, এ ব্যাপারে কোনও সংশয় নেই। এখন দেখার এই পরিস্থিতিতে জানুয়ারিতে তিনি কোনও ভারতীয় ক্লাবে সই করেন কি না।
