সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবলপ্রেমীদের কাঁদিয়ে বিদায় জানিয়েছিলেন জাতীয় দলের জার্সিকে। কিন্তু একবছরের মধ্যেই সিদ্ধান্ত বদল। আবারও ভারতীয় দলের হয়ে খেলতে নামবেন সুনীল ছেত্রী। জানা গিয়েছে, চলতি মাস থেকেই জাতীয় দলে আবার যোগ দেবেন তিনি। উল্লেখ্য, চলতি মাসেই এশিয়ান কাপ কোয়ালিফায়ারে নামবে ভারত। সেখানে দলের সঙ্গে থাকবেন সুনীলও।
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম ম্যাচ। তবে বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ১৯ মার্চ শিলংয়েই মলদ্বীপের বিরুদ্ধে ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তার পরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। ২০২৭ সালে সৌদি আরবে খেলা হবে এএফসি এশিয়ান কাপ। এই প্রতিযোগিতায় গত দু’বার মূলপর্বে খেলেছিল ভারত। এবারও মূলপর্বে খেলার লক্ষ্য নিয়েই নামতে চায় টিম ইন্ডিয়া। তার আগে অবশ্য যোগ্যতা অর্জন পর্বের বেড়া টপকাতে হবে মনবীর সিংদের।
ভারতীয় দল এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলতে নামার আগেই অবসর ভাঙার সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি। বৃহস্পতিবার ভারতীয় দলের তরফ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়, 'অধিনায়ক, নেতা,কিংবদন্তি- তিনি আবার ফিরবেন জাতীয় দলের জার্সিতে। মার্চ থেকে ফিফার আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে। সেখানেই তিনি যোগ দেবেন জাতীয় দলে।' অর্থাৎ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তিনি খেলবেন ব্লু টাইগার্সের জার্সিতে। উল্লেখ্য, জাতীয় দল থেকে অবসর নিলেও আইএসএলে দুরন্ত ছন্দে রয়েছেন সুনীল। গত ম্যাচেই গোল করেছেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।
১৯ বছর ধরে সুনীল খেলছেন ভারতের জার্সিতে। ১৫০ ম্যাচে রয়েছে ৯৪ গোল। সক্রিয় ফুটবলারদের মধ্যে রোনাল্ডো-মেসির পরেই তাঁর গোলসংখ্যা। অবসরের আগে ফিফা থেকেও একাধিকবার শ্রদ্ধা জানানো হয়েছে ভারত অধিনায়ককে। কিন্তু ফুটবলপ্রেমীদের মনভার করে গত বছর জুন মাসে অবসর নেন সুনীল। কুয়েতের বিরুদ্ধে যুবভারতীতে শেষ ম্যাচ খেলতে নামেন। ঠিক আট মাস পরে সুনীল ফের জানালেন, নীল জার্সিতে তিনি ফিরছেন। তাঁকে রেখে ভারতীয় স্কোয়াডও ঘোষণা করে দিয়েছেন টিম ইন্ডিয়া কোচ মানোলো মার্কুয়েজ।