shono
Advertisement
Super Cup 2025

'মনোযোগ হারালে চলবে না', চেন্নাইয়িন ম্যাচে 'নির্ভুল' ফুটবলে নজর ইস্টবেঙ্গল কোচের

সুপার কাপে প্রত্যাবর্তনের ব্যাপারে আশাবাদী অস্কার ব্রুজো।
Published By: Prasenjit DuttaPosted: 01:17 PM Oct 27, 2025Updated: 03:23 PM Oct 27, 2025

শিলাজিৎ সরকার: সুপার কাপের শুরুতেই বিদেশিহীন ডেম্পোর কাছে হোঁচট খেতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ম্যাচ শেষ হয়েছিল ২-২ অবস্থায়। মঙ্গলবার লাল-হলুদের সামনে চেন্নাইয়িন এফসি। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটিতে জেতা ছাড়া আর কোনও রাস্তা নেই অস্কার ব্রুজোর দলের সামনে। তবে প্রত্যাবর্তনের ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গল কোচ। মরণ-বাঁচন ম্যাচের আগে তিনি কী বলে মশাল বাহিনীকে চাঙ্গা করলেন? 

Advertisement

চেন্নাইয়ান ম্যাচের আগে গতবছরের এএফসি'র পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে এনে দলকে উদ্বুদ্ধ করেছেন তিনি। তাঁর কথায়, "এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচের কথা মনে করুন। আশানুরূপ ফলাফল হয়নি। পরবর্তীতে আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলাম। ছেলেদের সেটাই বুঝিয়েছি। ২০১০ সালের বিশ্বকাপে স্পেনও প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। সেই স্পেনই কিন্তু বিশ্বকাপ জিতেছিল। আমাদের তেমনই নির্ভুল ফুটবল খেলতে হবে।"

প্রশিক্ষণের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাল-হলুদ হেডকোচ আরও বলেন, "চেন্নাইয়িন ম্যাচ আমাদের জন্য 'ডু অর ডাই' ম্যাচ। আমাদের দল খারাপ খেলেনি। ওরা সুসংহতই রয়েছে। তবে মনঃসংযোগের অভাব আমাদের ভুগিয়েছে। সেই কারণে পুরো ৯০ মিনিট নিখুঁত ফুটবল খেলতে হবে। কোনওভাবেই মনঃসংযোগ হারালে চলবে না।"

উল্লেখ্য, সুপার কাপের প্রথম ম্যাচে ২৭ মিনিটে খেলার গতির বিরুদ্ধে গিয়ে মহম্মদ আলির গোলে এগিয়ে যায় ডেম্পো। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই মহেশ সিংয়ের গোলে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। ৫৭ মিনিটে ব্যবধান বাড়ান মিগুয়েল। ৮৯ মিনিটে রেনের গোলে সমতায় ফেরে ডেম্পো। ২-২ অমীমাংসিত অবস্থায় শেষ হয় ম্যাচ। অন্যদিকে, মোহনবাগানের কাছে ০-২ গোলে হেরে সুপার কাপ অভিযান শুরু হয়েছে ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসি'র। ২০২৩ সালে ওড়িশা এফসি'কে সুপার কাপ এনে দেওয়া কোচ মিরান্ডা চাইবেন ইস্টবেঙ্গলকে রুখে দিয়ে সুপার কাপে পয়েন্টের খাতা খুলতে। প্রসঙ্গত, ম্যাচটি এআইএফএফ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপার কাপের শুরুতেই বিদেশিহীন ডেম্পোর কাছে হোঁচট খেতে হয়েছে ইস্টবেঙ্গলকে।
  • মঙ্গলবার লাল-হলুদের সামনে চেন্নাইয়িন এফসি।
  • সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটিতে জেতা ছাড়া আর কোনও রাস্তা নেই অস্কার ব্রুজোর দলের সামনে।
Advertisement