shono
Advertisement
Super Cup 2025

'সুপার কাপের জন্য তৈরি', বিদেশিহীন চেন্নাইয়িনকে হালকাভাবে নিচ্ছেন না মোলিনা

দলের ফিটনেস নিয়ে কী বলেছেন মোহনবাগান কোচ?
Published By: Prasenjit DuttaPosted: 05:05 PM Oct 24, 2025Updated: 02:09 PM Oct 25, 2025

শিলাজিৎ সরকার: ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। আত্মবিশ্বাসে ভরপুর হয়ে গোয়া পৌঁছেছে সবুজ-মেরুন। শনিবার সন্ধ্যায় মোহনবাগান নামতে চলেছে সুপার কাপের প্রথম ম্যাচে। প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। তার আগে প্রতীপক্ষকে সমীহের নজরে দেখছেন জোসে মোলিনা। তবে সুপার কাপের জন্য মোহনবাগান যে তৈরি, সে কথাও জানিয়েছেন তিনি। 

Advertisement

ডুরান্ড কাপের পর দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় ফুটবলারদের ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি ছিল বলে জানিয়েছিলেন মোহনবাগান কোচ। আপাতত শিল্ডের তিনটি ম্যাচ সেই ঘাটতির কিছুটা মেটাতে পেরেছে বলেই মনে করছেন তিনি। চেন্নাইয়িনের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত সপ্তাহে আইএফএ শিল্ডে আমরা বেশ কয়েকটি ম্যাচ খেলেছি। সব কিছু ঠিকঠাকই আছে। মরশুমের শুরুটা আমাদের ভালো না হলেও আইএফএ শিল্ড জিতেছি। এই জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। সুপার কাপের মতো টুর্নামেন্টের জন্য আমরা তৈরি। আগামী কয়েক সপ্তাহ গুরুত্বপূর্ণ।"

দলের ফিটনেস কেমন? এই প্রশ্নের উত্তরে মোলিনা বলেন, "সম্পূর্ণ ফিটনেসের জন্য অনেক বেশি ম্যাচ খেলতে হয়। ভারতীয় ফুটবলে তা হয় না। তবে আইএফএ শিল্ডে খেলার পর দলের ফিটনেসে কিছুটা তো উন্নতি হয়েইছে। সবচেয়ে বড় ব্যাপার দলের সবাই সুস্থ রয়েছে। চোট-আঘাতের সমস্যা নেই। আশা করি, চেন্নাইয়িন ম্যাচে দল ভালো খেলবে।"

মোলিনার সঙ্গে সাংবাদিক সম্মেলনে ছিলেন অনিরুদ্ধ থাপা। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই মিডফিল্ডার বলেন, "চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আমরা মাঠে নামি। দলকে ট্রফি দেওয়া ছাড়া আর কোনও লক্ষ্য থাকে না। যে কোনও ম্যাচেই এই মানসিকতা থাকে।" অন্যদিকে, বিদেশিহীন চেন্নাইয়িন এফসি'র হালকাভাবে নিচ্ছেন না মোলিনা। চেন্নাইয়িনের কোচ ক্লিফোর্ড মিরান্ডা ২০২৩-২৪ মরশুমে মোহনবাগানের সহকারী কোচ ছিলেন। সবুজ-মেরুন দল সম্পর্কে একটা ধারণা রয়েছে তাঁর। এটা কি চেন্নাইকে বাড়তি সুবিধা দেবে? প্রতিপক্ষ দলকে সমীহ করে বাগান কোচ বলেন, "এটা আমি বলতে পারব না। তবে ওরা খুবই ভালো দল। কোনও জয় সহজে আসে না। তাই লড়াই ছাড়া গতি নেই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। আত্মবিশ্বাসে ভরপুর হয়ে গোয়া পৌঁছেছে সবুজ-মেরুন।
  • শনিবার সন্ধ্যায় মোহনবাগান নামতে চলেছে সুপার কাপের প্রথম ম্যাচে।
  • প্রতীপক্ষ প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি সমীহ করছেন জোসে মোলিনা।
Advertisement