shono
Advertisement
Super Cup 2025

ইস্টবেঙ্গলকে 'ভারতসেরা' করা লক্ষ্য! সুপার কাপে ডেম্পোর বিরুদ্ধে দেবজিৎকে খেলাবেন অস্কার?

ইস্টবেঙ্গলের ম্যাচ সরাসরি সম্প্রচার হবে ইউটিউবে।
Published By: Arpan DasPosted: 04:44 PM Oct 24, 2025Updated: 02:00 PM Oct 25, 2025

শিলাজিৎ সরকার: শিল্ড ফাইনালের ডার্বিতে হারের পর একরাশ বিতর্ক ধাওয়া করেছে ইস্টবেঙ্গলকে। সুপার কাপের জন্য গোয়াতে পা দেওয়ার পর তা বিস্ফোরিত হয়। সেই অধ্যায় মেটানোর পর মাঠ নিয়ে সমস্যা। তবে লাল-হলুদের হেড কোচ অস্কার ব্রুজো সেসব নিয়ে ভাবছেন না। মাঝমাঠের অন্যতম ভরসা সৌভিক চক্রবর্তীকে পাশে বসিয়ে জানিয়ে দিলেন, সুপার কাপ জিতে এএফসি'র টুর্নামেন্টে খেলা লক্ষ্য। সেই জন্য জানিয়ে দিলেন গোলকিপার প্রভসুখন গিল না দেবজিৎ মজুমদার, কে বেশি অগ্রাধিকার পাবেন। ইস্টবেঙ্গলের ম্যাচ সরাসরি সম্প্রচার হবে ইন্ডিয়ান ফুটবলের ইউটিউব চ্যানেলে। 

Advertisement

শনিবার সুপার কাপে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ স্থানীয় ক্লাব ডেম্পো। একদা দেশের অন্যতম সেরা এই ক্লাব দীর্ঘদিন পর খেলবে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরে। মূলত স্থানীয় ফুটবলারদের নিয়ে সুপার কাপে নামছে ডেম্পো। সেখানে ছয় বিদেশি-সহ পূর্ণশক্তি নিয়েই নামছে ইস্টবেঙ্গল। গোয়া নিয়ে অন্য একটি বিষয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অস্কার। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার কোচ ছিলেন। এখানেই তাঁর স্ত্রীর সঙ্গে আলাপ। ফলে গোয়া নিয়ে সুন্দর স্মৃতি রয়েছে তাঁর মনে। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কি 'সুন্দর স্মৃতি' নিয়ে ফিরতে পারবেন?

তার আগে ভারচুয়াল সাংবাদিক সম্মেলনে অস্কার জানালেন, "সুপার কাপ জিতলে এএফসি'র টুর্নামেন্টে সরাসরি খেলা যায়। আমরা প্রমাণ করতে চাই, ভারতের সেরা ক্লাবগুলোর মধ্যে ইস্টবেঙ্গল অন্যতম। সুপার কাপে কোনও ম্যাচ হালকাভাবে নেওয়া যাবে না। গত মরশুমে আমরা খুব ভালো পারফর্ম করতে পারিনি। এবছর সমর্থকদের জন্য ভালো কিছু করতে চাই। ফুটবলাররা তৈরি আছে। চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত।" ডেম্পোকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না অস্কার। গোয়ার দলের কোচ সমীর নায়েকের সঙ্গে পুরনো সম্পর্কের খাতিরে নিয়মিত যোগাযোগ আছে বলে জানান অস্কার। অন্যদিকে সৌভিকও বলেন, "আমরা সেরাটা দেব। নতুন প্লেয়াররা যথেষ্ট অভিজ্ঞ। বিভিন্ন দেশে খেলে এসেছে। ফলে সমস্যা হবে না।"

আইএফএ শিল্ডের ফাইনালের টাইব্রেকারে প্রভসুখন গিলকে তুলে দেবজিৎ মজুমদারকে নামানো হয়েছিল। সেই নিয়ে যত বিতর্কের সূত্রপাত। সুপার কাপের প্রথম ম্যাচে দেবজিৎ খেলতে পারবেন না। সেটাও জানিয়ে দিলেন অস্কার। তিনি বলেন, "ভেবেছিলাম, ডেম্পোর বিরুদ্ধে দেবজিতকে খেলাব। কিন্তু এদিন অনুশীলনে ও চোট পেয়েছে। তাই কাল কাকে খেলাব, সেটা কালকেই সিদ্ধান্ত নেব।"

তবে অন্য একটা সমস্যা হতে পারে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। প্রযুক্তিগত সমস্যার জন্য বাম্বোলিম স্টেডিয়ামে লাল-হলুদের সুপার কাপের ম্যাচগুলো জিও হটস্টার সরাসরি সম্প্রচার করতে পারবে না।  ওই ম্যাচগুলির সম্প্রচারের জন্য ফেডারেশন এসএসইএন অ্যাপ ও ফ্যানকোডের সঙ্গে কথা বলছিল। পরে জানা যায় ইস্টবেঙ্গলের ম্যাচ সরাসরি সম্প্রচার হবে ইউটিউবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শিল্ড ফাইনালের ডার্বিতে হারের পর একরাশ বিতর্ক ধাওয়া করেছে ইস্টবেঙ্গলকে।
  • সুপার কাপের জন্য গোয়াতে পা দেওয়ার পর তা বিস্ফোরিত হয়। সেই অধ্যায় মেটানোর পর মাঠ নিয়ে সমস্যা।
  • তবে লাল-হলুদের হেড কোচ অস্কার ব্রুজো সেসব নিয়ে ভাবছেন না।
Advertisement