স্টাফ রিপোর্টার: প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে মোহনবাগান। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ ডেম্পো। গোয়ার এই দলটির বিরুদ্ধে নামার আটচল্লিশ ঘণ্টা আগে মোহনবাগান শিবিরের কাছে খারাপ খবর, অনুশীলনে দীপক টাংরির চোট। ভার্না পঞ্চায়েত গ্রাউন্ডের বৃষ্টিভেজা খারাপ মাঠে অনুশীলন করতে গিয়ে চোট পেলেন মোহনবাগানের এই গুরুত্বপূর্ণ ফুটবলার। চোট পাওয়ার পর সতীর্থদের কোলে চেপে ডাগ আউটের বাইরে আসতে দেখা যায় মোহনবাগানের এই মাঝমাঠের ফুটবলারকে।
বড় চোট না হলেও ফুটবলারদের নিয়ে এই মাঠে খুব বেশি ঝুঁকি নেননি মোলিনা। যদিও চোটের অবস্থা মঙ্গলবার বুঝতে পারা যাবে। এবারের সুপার কাপ খেলতে এসে মাঠ নিয়ে বিস্তর অভিযোগ উঠছে। অনুশীলনের এই মাঠ নিয়ে বিশেষ খুশি নন কোচ মোলিনা। মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু আবার উদ্বিগ্ন ফাতোরদার মাঠ নিয়ে। বৃষ্টির জন্য শনিবার প্রথমার্ধে সেই ম্যাচে সমস্যায় পড়েছিল মোহনবাগান। এ মাঠেই সুপার কাপের সব ম্যাচ খেলবে তারা।
মঙ্গলবার আবার মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী ডেম্পোর ফুটবলাররা। কারণ, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী আইএসএলের দলকে আটকে ঘরের মাঠে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন সমীর নায়েকের ছেলেরা। সেখানে প্রথম ম্যাচ জিতে মোহনবাগান কোচ খুব একটা উচ্ছ্বসিত নন। বরং পরবর্তী ডেম্পো ম্যাচের আগে প্রতিপক্ষকে সমীহ সবুজ-মেরুন কোচের। মোলিনা বলেন, “ওরা প্রমাণ করে দিয়েছে, আগামী ম্যাচটি আমাদের জন্য সহজ নয় বরং কতটা কঠিন হতে চলেছে।” ম্যাকলারেনের জোড়া গোল নিয়ে খুব একটা উচ্ছ্বাস দেখাতে নারাজ তিনি, যোগ করেন, “একজন স্ট্রাইকার হিসাবে এটাই ওর করণীয়।”
তবে এই গ্রুপের শেষ ম্যাচে ফের ডার্বিতে নামতে হবে। যদিও ডার্বি নিয়ে এখনই মাথা ঘামাতে নারাজ মোহনবাগান অধিনায়ক শুভাশিস। তিনি বলেন, “পরের ম্যাচ ডেম্পো। আপাতত অন্য দল নয়, নিজেদের দিকেই ফোকাস করতে চাই। আমরা গ্রুপ পর্বের তিনটে ম্যাচই জিততে চাই। কোচ যেভাবে আমাদের খেলতে বলবে ম্যাচ বাই ম্যাচ সেই পরিকল্পনা অনুযায়ী খেলব। আমাদের দল খুব ভালো রয়েছে। জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”
