পাঞ্জাব: ৩ (কিপজেন, জেলিকোভিচ, মেতেই)
মহামেডান: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপার কাপে মহামেডান বিরাট কিছু করবে, সে আশা অতি বড় সাদা-কালো সমর্থকও করেননি। কিন্তু তা বলে মেহেরাজউদ্দিন ওয়াড়ুর ফুটবলাররা এতটা হতাশ করবেন সেটাও বোধ হয় প্রত্যশিত ছিল না। আগের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে হারলেও রবিবার পাঞ্জাবের বিরুদ্ধে সেই লড়াইয়ের ছিটেফোঁটা দেখাতে পারল না সাদা-কালো শিবির। ফলস্বরূপ ৩-০ গোলে হার।
এদিন ম্যাচের শুরু থেকেই দাপট ছিল পাঞ্জাবের। প্রথম গোলটি তারা পায় ম্যাচের ২৭ মিনিটে মেতেইয়ের পা থেকে। প্রথমার্ধের শেষের দিকেই দ্বিতীয় গোলটি পেয়ে যায় পাঞ্জাব। এবার গোল করেন সমীর জেলিকোভিচ। দ্বিতিয়ার্ধেও খেলার গতি বিশেষ বদলায়নি। ম্যাচের ৭২ মিনিটে গোল করে মহামেডানের কফিনে শেষ পেরেক পুঁতলেন কিপজেন। মহামেডান মাঝে ছুটকো ছাটকা আক্রমণের চেষ্টা করলেও লাভের লাভ হয়নি। শেষ পর্যন্ত খেলা শেষ হয় ৩-০ গোলে।
এই হারের ফলে এবারের মতো সুপার কাপ অভিযান শেষ মহামেডানের। ২ ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের সবার নিচে সাদা-কালো ব্রিগেড। তাঁদের শেষ ম্যাচ গোকুলামের বিরুদ্ধে। সেটা নেহাত নিয়মরক্ষার ম্যাচ হিসাবে রয়ে গেল। এমনিতে মহামেডান চরম আর্থিক সংকটে। তার উপর আবার ফুটবলার সই করানোয় নিষেধাজ্ঞা। কোনওক্রমে সুপার কাপের দল গড়েছেন মহামেডান কর্তারা। সেই দল নিয়ে হয়তো এর চেয়ে বেশি প্রত্যাশাও করা যেত না।
