shono
Advertisement
Super Cup

না খেলেই সুপার কাপের কোয়ার্টারে মোহনবাগান, সময় বদলাল ইস্টবেঙ্গল ম্যাচের

সুপার কাপ থেকে চার্চিলের নাম প্রত্যাহারের কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল এআইএফএফ। 
Published By: Arpan DasPosted: 04:54 PM Apr 18, 2025Updated: 05:42 PM Apr 18, 2025

প্রসূন বিশ্বাস: সুপার কাপে খেলছে না চার্চিল ব্রাদার্স। আনুষ্ঠানিক ভাবে সেই ঘোষণা করে দিল এআইএফএফ। যে কারণে প্রথম রাউন্ডে 'বাই' পেয়ে গেল মোহনবাগান। ফলে ২০ এপ্রিলের ম্যাচ না খেলেই সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে গেল সবুজ-মেরুন বাহিনী। অন্যদিকে সময় বদলাল ইস্টবেঙ্গল ম্যাচের। যেই ম্যাচটি ২০ এপ্রিল বিকেল ৪টে ৩০ থেকে হওয়ার কথা ছিল। এখন সেই ম্যাচটি হবে রাত আটটায়। যদি ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্সকে হারাতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালেই দেখবে ডার্বি দেখবে ভারতের ফুটবল জনতা। 

Advertisement

এআইএফএফ'র তরফ থেকে শুক্রবার জানানো হয়েছে, 'সুপার কাপ থেকে গোয়ার ক্লাব চার্চিল ব্রাদার্স নাম প্রত্যাহার করে নেওয়ায় শেষ ষোলোর ম্যাচে মোহনবাগান বাই পেল। ম্যাচটি ২০ এপ্রিল, রাত ৮টায় হওয়ার কথা ছিল। আইএসএল কাপ ও লিগ শিল্ড জয়ী মোহনবাগান সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। এপ্রিলের ২৬ তারিখ ম্যাচটি হবে। ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্সের ম্যাচের জয়ী দল তাদের বিরুদ্ধে খেলবে। সময় বদলে এই ম্যাচটি এপ্রিলের ২০ তারিখ রাত ৮টা থেকে হবে।'

১৩ এপ্রিল এআইএফএফ'কে চিঠি দিয়ে নাম প্রত্যাহারের কথা জানিয়েছিল চার্চিল। ঘটনার সূত্রপাত আই লিগের চ্যাম্পিয়ন কে হবে, সেই জটিলতা নিয়ে। পয়েন্ট তালিকায় চার্চিল এগিয়ে থাকলেও, ইন্টার কাশীর আবেদনের জন্য এখনও সিদ্ধান্ত নিতে পারেনি এআইএফএফ। বিষয়টি আপাতত আপিল কমিটির অধীনে। চার্চিল মনে করছে, তাদের বিরুদ্ধে ‘বিমাতাসুলভ’ আচরণ করছে এআইএফএফ। যেহেতু চ্যাম্পিয়ন কে নির্ধারিত হয়নি, তাই সুপার কাপের সূচির জন্য কার্যত লটারি করতে হয়েছে। যে পদ্ধতিতে ‘অনিয়ম’ ও ‘স্বচ্ছতার অভাব’ রয়েছে অভিযোগ রয়েছে। অতএব প্রতিবাদস্বরূপ তারা সুপার কাপ থেকে নাম তুলে নেয় তারা। এবার আনুষ্ঠানিকভাবে সেটা জানাল এআইএফএফও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপার কাপে খেলছে না চার্চিল ব্রাদার্স। আনুষ্ঠানিক ভাবে সেই ঘোষণা করে দিল এআইএফএফ।
  • যে কারণে প্রথম রাউন্ডে 'বাই' পেয়ে গেল মোহনবাগান।
  • অন্যদিকে সময় বদলাল ইস্টবেঙ্গল ম্যাচের।
Advertisement