shono
Advertisement
AIFF

নির্বাচন করতেই হবে ভারতীয় ফুটবল ফেডারেশনকে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

আপাতত কোনও সিদ্ধান্ত নিতে পারবে না কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটি।
Published By: Prasenjit DuttaPosted: 06:17 PM Apr 30, 2025Updated: 07:18 PM Apr 30, 2025

দুলাল দে: ভারতীয় ফুটবল ফেডারেশনে বেজে গেল ভোটের দামামা। এদিন, বুধবার সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন করতেই হবে। বিচারপতি পিএস নরসিংহ এবং জয়মাল্য বাগচী এদিন শুনানি শেষে এ কথা জানিয়েছেন।

Advertisement

কীভাবে নির্বাচন হবে, তা দ্রুত জানিয়ে দেওয়া হবে। এই সময়ে কোনও নতুন সিদ্ধান্ত নিতে পারবে না কল‍্যাণ চৌবের কমিটি। এমনকী এফএসডিএলের সঙ্গেও চুক্তি নিয়ে কোনও মিটিং করতে পারবে না তারা। সব কিছু করবে নির্বাচনে জিতে আসা নতুন কমিটি।

চলতি বছর ২৫ মার্চ শুরু হয়েছিল এই শুনানি। স্টেকহোল্ডারদের সঙ্গে এই শুনানিতে অংশ নেয় স্টেট অ্যাসোসিয়েশন, এফএসডিএল, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। দীর্ঘ ১১ ঘণ্টা ধরে শুনানি চলে। বুধবার সওয়াল-জবাব শেষ হয়েছে শীর্ষ আদালতে। তবে আপাতত রায় সংরক্ষিত রেখেছেন দুই বিচারপতি।

শুনানি চলাকালীন বিশেষ পরামর্শদাতা গোপাল শঙ্করনারায়ণ বক্তব্য রাখেন ফেডারেশন এবং এফএসডিএলের মধ্যে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে। কিন্তু আদালত সেখানে জোর দিয়ে বলে, বর্তমানে অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্বে রয়েছে। তাই নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কল্যাণ চৌবের কমিটি কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। এখন দেখার, নির্বাচনের দিনক্ষণ কবে ঠিক হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় ফুটবল ফেডারেশনে বেজে গেল ভোটের দামামা।
  • এদিন সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন করতেই হবে।
  • বিচারপতি পিএস নরসিংহ এবং জয়মাল্য বাগচী এদিন শুনানি শেষে এ কথা জানিয়েছেন।
Advertisement