সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার দুরবস্থা চলছেই। চেলসির কাছে কার্যত নাকানিচোবানি খেলেন রবার্ট লেওয়ানডস্কিরা। ১০ জনের বার্সেলোনাকে ঘরের মাঠে ৩-০ গোলে হারাল ইংল্যান্ডের ক্লাব। অন্যদিকে ম্যাঞ্চেস্টার সিটিরও দুঃসময় অব্যাহত। ইংলিশ প্রিমিয়ার লিগের পর ইউসিএলেও হারল সিটি। জার্মানির ক্লাব বেয়ার লেভারকুসেনের কাছে ০-২ গোলে হারল পেপ গুয়ার্দিওয়ালার টিম।
স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই চাপে ছিল বার্সেলোনা। চেলসির অন্তত তিনটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। অবশেষে 'ডেডলক' ভাঙে ২৭ মিনিটে। ডানপ্রান্ত ধরে চেলসির তরুণ উইঙ্গার এস্তেভাওয়ের লাগাতার আক্রমণ সামলাতে না পেরে নিজেদের জালেই বল জড়িয়ে দেন বার্সার ডিফেন্ডার জুলস কুন্দে। এর মধ্যে হাফটাইমের আগে বার্সেলোনার বিপদ বাড়িয়ে লাল কার্ড দেখেন রোনাল্ড আরাউহো। ৫৫ মিনিটে দ্বিতীয় গোলটি এস্তেভাও নিজেই করেন। আর বার্সেলোনার কফিনে শেষ পেরেকটি পোঁতেন লিয়াম ডিলাপ। গোটা ম্যাচ জুড়ে ১৮ বছরের লামিনে ইয়ামালকে 'পকেট বন্দি' করে রেখেছিলেন মার্ক কুকুরেয়া। ঠিক ততটাই উজ্জ্বল ইয়ামালের সমবয়সি ব্রাজিলীয় উইঙ্গার এস্তেভাও। এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে কোনও দল গোলহীন থাকল। লিগ টেবিলে পিছোতে পিছোতে বার্সেলোনা এখন আছে ১৫ তম স্থানে।
অন্যদিকে ঘরের মাঠে কুৎসিত পরাজয় ম্যাঞ্চেস্টার সিটির। লেভারকুসেনের বিরুদ্ধে আর্লিং হালান্ডকে শুরু থেকে খেলাননি পেপ গুয়ার্দিওলা। তার ফলও ভুগতে হল। ইত্তিহাদ স্টেডিয়ামে আক্রমণহীন সিটির বিরুদ্ধে দাপট দেখিয়ে গেল জার্মানির ক্লাব। ২৩ মিনিটে গোল করেন আলেজান্দ্রো গিমাল্ডো। ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান প্যাট্রিক শিক। লিগ টেবিলে সিটি এখন আছে ষষ্ঠ স্থানে।
