shono
Advertisement
UCL

হ্যাটট্রিকে বার্সেলোনাকে জিতিয়ে নজির ফেরমিনের, চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেল পিএসজি-আর্সেনাল

ম্যাঞ্চেস্টার সিটিকে জিতিয়ে রোনাল্ডোর রেকর্ড ছুঁলেন হালান্ড।
Published By: Arpan DasPosted: 09:14 AM Oct 22, 2025Updated: 09:14 AM Oct 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে দাপট বজায় রইল বড় ক্লাবগুলিরই। বার্সেলোনা, পিএসজি, ম্যাঞ্চেস্টার সিটি, ইন্টার মিলান- সব দলই সহজে জয় পেয়েছে। যে ম্যাচটা তুলনায় আকর্ষণীয় হওয়ার সম্ভাবনা ছিল, সেই ম্যাচেও অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে একতরফা জয় পেয়েছে আর্সেনাল। অন্যদিকে বার্সেলোনার জয়ে হ্যাটট্রিক করে ফেরমিন লোপেজ ও ম্যাঞ্চেস্টার সিটির হয়ে আর্লিং হালান্ড নতুন নজির গড়লেন।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে প্যারিস সাঁ জাঁর কাছে হেরেছিল বার্সেলোনা। তার উপর হ্যান্সি ফ্লিকের দলে চোটের জন্য ছিলেন না লেওয়ানডস্কি, রাফিনহা। তবে ওলিম্পিয়াকোসের বিরুদ্ধে ৬-১ জয় পেল স্পেনের ক্লাব। অনবদ্য ফুটবল উপহার দিলেন মার্কাস র‍্যাশফোর্ড। তিনি দূরপাল্লার শটে জোড়া গোল করেন। গ্রিসের ক্লাবের সান্তিয়াগো হেজের বিতর্কিত লাল কার্ড বার্সেলোনার কাজ আরও সহজ করে দেয়। হ্যাটট্রিক করেন ২২ বছর বয়সি উঠতি তারকা ফেরমিন লোপেজ। এই প্রথম স্পেনের কোনও ফুটবলার বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করল।

অন্যদিকে ম্যাঞ্চেস্টার সিটি ২-০ গোলে জিতল ভিলারিয়ালের বিরুদ্ধে। গোল করেন আর্লিং হালান্ড ও বার্নার্দো সিলভা। ক্লাবের হয়ে একাধিক প্রতিযোগিতা ও দেশের হয়ে টানা ১১টি ম্যাচে গোল করলেন নরওয়ের স্ট্রাইকার। আগে এই রেকর্ড ছিল শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামে। আরেকটি ম্যাচে গোলের তাণ্ডব চালাল পিএসজি। গতবারের চ্যাম্পিয়ন দল লেভারকুসেনের বিরুদ্ধে জিতল ৭-২ গোলে। দুই দলের একজন করে ডিফেন্ডার লাল কার্ড দেখেন। ১০ জনের ম্যাচে ফ্রান্সের ক্লাবের হয়ে গোল করেন উইলিয়ান পাকো, দেসিরে দুয়ে (২), খিভিচা কাভারাস্কেইয়া, নুনো মেন্দেস, উসমান দেম্বেলে, ভিটিনহা। লেভারকুসেনের হয়ে অ্যালেক্স গার্সিয়া পেনাল্টির পাশাপাশি আরেকটি গোলার মতো শটে অসাধারণ গোল করেন।

ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ৪-০ গোলে জিতল আর্সেনাল। আশা করা হয়েছিল, এই ম্যাচে যথেষ্ট লড়াই হবে। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলের মালা পরাল ইংল্যান্ডের ক্লাব। গোল করেন গ্যাব্রিয়েল, মার্টিনেলি, গিয়োকেরেস (২)। ইন্টার মিলান ইউনিয়ন সেন্ট গিলোইসের বিরুদ্ধে জেতে ৪-০ গোলে। ডর্টমুন্ড ৪-২ গোলে হারাল কোপেনহাগেনকে। নিউকাসল ইউনাইটড বেনফিকার বিরুদ্ধে জিতল ৩-০ গোলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স লিগে দাপট বজায় রইল বড় ক্লাবগুলিরই।
  • বার্সেলোনা, পিএসজি, ম্যাঞ্চেস্টার সিটি, ইন্টার মিলান- সব দলই সহজে জয় পেয়েছে।
  • যে ম্যাচটা তুলনায় আকর্ষণীয় হওয়ার সম্ভাবনা ছিল, সেই ম্যাচেও অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে একতরফা জয় পেয়েছে আর্সেনাল।
Advertisement