সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোমা, লিভারপুল, প্যারিস, এবার ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার রক্তক্ষরণ অব্যাহত। দ্বিতীয় লেগে কাতালুনিয়ার ক্লাবের বিধ্বস্ত হওয়ার ট্র্যাডিশন সমানে চলছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইটালির ইন্টার মিলানের কাছে ৪-৩ গোলে হারল বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ফল দাঁড়াল ৭-৬। ফাইনালে পৌঁছনো ইন্টারের কাছে ১৫ বছর ফের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ।
বার্সেলোনার ঘরের মাঠে ফলাফল ছিল ৩-৩। সান সিরোতেও ভোগাল সেই ডিফেন্সই। প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার। ২১ মিনিটে গোল করেন লাউতারো মার্টিনেজ। হান্সি ফ্লিকের দলের অফসাইড ফাঁদকে বোকা বানিয়ে বক্সের মধ্যে ঢুকে যান ডামফ্রিজ। তাঁর বাড়ানো বল থেকে জালে বল জড়াতে ভুল করলেন না আর্জেন্টিনীয় স্ট্রাইকার। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন জালানগলু।
দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে ভাগ্যের চাকা বদলে ফেলেছিল বার্সেলোনা। ৫৪ থেকে ৬০ মিনিটের মধ্যে ঝড় তুলে ২ গোল করেন পেদ্রিরা। প্রথমে হেডে গোল করেন এরিক গার্সিয়া। বার্সেলোনাকে সমতায় ফেরান দানি ওলমো। তারপর কার্যত একতরফা আক্রমণ শুরু করে বার্সেলোনা। লামিনে ইয়ামালের একাধিক শট বাঁচিয়ে দেন ইন্টারের গোলকিপার ইয়ান সমার। যার সুফল মিলল ৮৭ মিনিটে। বক্সের ডান দিক থেকে জোরালো শট করেন রাফিনহা। প্রথমবার বাঁচিয়ে দেন ইন্টার গোলরক্ষক। কিন্তু ফিরতি বলে ফের শট নেন ব্রাজিলীয় উইঙ্গার। এবার বল জালে জড়িয়ে যায়। ৩-২ গোলে এগিয়ে যান পেদ্রিরা।
ম্যাচ তখন প্রায় হাতের মুঠোয় বার্সেলোনার। কিন্তু প্রত্যাঘাত এল অতিরিক্ত সময়ের শেষ লগ্নে। হঠাৎ প্রতি আক্রমণে ইন্টারকে সমতায় ফেরান ডিফেন্ডার এসার্বি। অবশেষে ৯৯ মিনিটে বার্সেলোনার কফিনে শেষ পেরেকটি পোঁতেন ফ্রাত্তেসি। ৪-৩ গোলে ম্যাচ জেতে ইন্টার মিলান। শেষবার ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ইটালির ক্লাব।
