shono
Advertisement
Cristiano Ronaldo

কেন ভারতে এলেন না রোনাল্ডো? গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে ব্যাখ্যা দিলেন আল নাসের কোচ

রোনাল্ডো না এলেও মানে-কোমানের মতো তারকারা ভারতে এসেছেন।
Published By: Arpan DasPosted: 05:08 PM Oct 21, 2025Updated: 06:09 PM Oct 21, 2025

শিলাজিৎ সরকার: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে সোমবার গভীর রাতে গোয়ায় পা রেখেছে সৌদি আরবের ক্লাব আল নাসের। প্রতিপক্ষ এফসি গোয়া। কিন্তু এই ম্যাচ খেলতে আসেননি আল নাসেরের সেরা ফুটবলার এবং পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু কেন? সেই নিয়ে মুখ খুললেন আল নাসেরের কোচ জর্জে জেসুস।

Advertisement

২২ অক্টোবর ম্যাচটি গোয়াতে অনুষ্ঠিত হবে। এফসি গোয়ার এটি হোম ম্যাচ। গোয়ার টিম ম্যানেজমেন্ট ভীষণভাবেই চেয়েছিলেন এই ম্যাচে যেন আল নাসেরের হয়ে রোনাল্ডো মাঠে নামেন। গোয়ার তরফে একাধিকবার অনুরোধও করা হয়েছিল আল নাসেরকে। যাতে তাদের গোয়াগামী দলে যেন পর্তুগালের মহাতারকা থাকেন। কিন্তু শত অনুরোধেও সিদ্ধান্ত বদল হয়নি রোনাল্ডোর। যার ফলে ভারতের মাটিতে রোনাল্ডোকে দেখার স্বপ্ন অপূর্ণ থেকে গেল।

এই সিদ্ধান্ত নিয়ে আল নাসেরের কোচ জর্জে জেসুসের বক্তব্য, "সবাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ভালোবাসে। ওর প্রচুর ভক্ত আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যখন সৌদি আরবের বাইরে ম্যাচ থাকবে, তখন আমরা ওকে বিশ্রাম দেব। সকলেই ওকে দেখতে চায়, ওর সঙ্গে সাক্ষাৎ করতে চায়। কিন্তু আমরা ঠিক করেছি, ওকে রিয়াধে রাখব। যাতে পরের ম্যাচের জন্য প্রস্তুত রাখা যায়।" তবে রোনাল্ডো না এলেও সাদিও মানে, জোয়াও ফেলিক্স, ইনিগো মার্টিনেজ, কিংসলে কোমানের মতো তারকা এসেছেন।

অন্যদিকে এফসি গোয়ার কোচ মানোলো মার্কুয়েজের বক্তব্য, "প্রাথমিক পর্বে আমরা একটা ভালো দলকে হারিয়েছি। সেই দলে ওমানের জাতীয় দলের ৮-৯ জন ফুটবলার ছিল। শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা কখনই সহজ হয় না। তবে ওদের সঙ্গে মূল পার্থক্য হল ওরা প্রতি সপ্তাহেই খেলে। এমনকী ফিফা উইন্ডোর সময়ও ওদের ফুটবলাররা খেলে। কিন্তু আমরা তিন মাসে মাত্র তিনটে ম্যাচ খেলেছি। এটাই ভারতীয় ফুটবলের বাস্তবতা।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে সোমবার গভীর রাতে গোয়ায় পা রেখেছে সৌদি আরবের ক্লাব আল নাসের। প্রতিপক্ষ এফসি গোয়া।
  • কিন্তু এই ম্যাচ খেলতে আসেননি আল নাসেরের সেরা ফুটবলার এবং পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
  • কিন্তু কেন? সেই নিয়ে মুখ খুললেন আল নাসেরের কোচ হর্হে জেসুস।
Advertisement