shono
Advertisement
Santosh Trophy

মাঠের অভাবে ট্রায়াল বন্ধ বাংলার সন্তোষ ট্রফি দলের, কী পদক্ষেপ আইএফএ'র?

গতবারের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন দল বাংলা।
Published By: Arpan DasPosted: 12:27 PM Dec 06, 2025Updated: 01:51 PM Dec 06, 2025

স্টাফ রিপোর্টার: গতবারের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন দল বাংলা। এবারে ঘটা করে ট্রায়ালে নেমেছিল গতবারের চ্যাম্পিয়নরা। জেলা স্তরের ফুটবলাররা ট্রায়াল দিয়ে গিয়েছেন মহামেডান মাঠে। সেখানেই প্রিমিয়ারের ক্লাবের ফুটবলাররাও ট্রায়ালে নেমেছিলেন। কিন্তু আটদিন ট্রায়াল হওয়ার পর মাঠের অভাবে ট্রায়াল বন্ধ রাখতে হয়েছে সঞ্জয় সেনের কোচিংয়ের বাংলা দলকে।

Advertisement

কারণ, মহামেডান ক্লাবের তরফ থেকে বলে দেওয়া হয়েছে বাংলা দলের ট্রায়ালের জন্য আর মাঠ দেওয়া সম্ভব নয়। এই বক্তব্য আইএফএ-কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন কামারুদ্দিনরা। আইএফএ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে যুবভারতীর অনুশীলন মাঠে ট্রায়াল সম্পূর্ণ করার ব্যবস্থা করেছে। এদিন মহামেডান কার্যকরী সভাপতি কামারুদ্দিন বলেন, "আমাদের মাঠে আটদিন বাংলা দলের ট্রায়াল নেওয়া হয়ে গিয়েছে। ময়দানে তো আরও ক্লাবের মাঠ রয়েছে। আমাদের নিজেদের যুব দল রয়েছে। তাদের অনুশীলন রয়েছে। বাংলা দলের ট্রায়াল হলে আমাদের দল কোথায় অনুশীলন করবে? আর মাঠ পরিচর্যা করতে মাসে লক্ষাধিক টাকা খরচ হয়। এই সব কারণেই জানিয়ে দিয়েছি ট্রায়ালের জন্য মাঠ দেওয়া সম্ভব নয়।" সূত্রের খবর, ইস্টবেঙ্গল কর্তারা জানিয়েছেন, বাংলা যদি অনুশীলন করে তাহলে তাদের মাঠ দিতে সমস্যা নেই। কিন্তু এই মুহূর্তে ট্রায়ালের জন্য মাঠ দিতে রাজি নন তাঁরা। মোহনবাগান সূত্রের খবর, তাদের কাছে বাংলা দলের ট্রায়ালের জন্য কোনও প্রস্তাব আসেনি।

এদিন আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, "মহামেডান কর্তারা জানিয়েছেন তাঁদের মাঠের পরিচর্যা করতে হবে, তাই মাঠ দিতে পারবেন না। ইস্টবেঙ্গল বলেছে, ওরা নিজেরাও ট্রায়ালে ইস্টবেঙ্গল মাঠ ব্যবহার করে না। তাই বাংলার ট্রায়ালের জন্য মাঠ দেওয়া সম্ভব নয়। তবে দল গঠন হওয়ার পর যদি বাংলা টিম অনুশীলন করতে চায়, তাহলে ইস্টবেঙ্গল মাঠ দিতে রাজি। আমরা বিষয়টি নিয়ে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। সমস্যার সমাধান হয়ে গিয়েছে। সোমবার থেকে যুবভারতীর অনুশীলন মাঠে ফের ট্রায়াল শুরু হবে বাংলার।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গতবারের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন দল বাংলা। এবারে ঘটা করে ট্রায়ালে নেমেছিল গতবারের চ্যাম্পিয়নরা।
  • জেলা স্তরের ফুটবলাররা ট্রায়াল দিয়ে গিয়েছেন মহামেডান মাঠে।
  • সেখানেই প্রিমিয়ারের ক্লাবের ফুটবলাররাও ট্রায়ালে নেমেছিলেন।
Advertisement