shono
Advertisement
Yan Dhanda

রায়ানের পর ব্লু টাইগার্সে ফের 'বিদেশি'? ভারতীয় বংশোদ্ভূত লিভারপুলের প্রাক্তনীর মন্তব্যে জল্পনা

ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলেছেন এই মিডফিল্ডার।
Published By: Arpan DasPosted: 04:31 PM Nov 22, 2025Updated: 04:31 PM Nov 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রায়ান উইলিয়ামসের পর কি আরেক বিদেশি আসতে চলেছে ভারতীয় ফুটবল দলে? ইনস্টাগ্রামে লিভারপুল অ্যাকাডেমি থেকে উঠে আসা সেই মিডফিল্ডারের সঙ্গে আলোচনায় জল্পনা তুঙ্গে। বর্তমানে স্কটল্যান্ডের ক্লাব ডান্ডিতে খেলা ফুটবলারের নাম ইয়ান ধান্দা। বহুদিন ধরেই ভারতীয় বংশোদ্ভূত ধান্দার ভারতের হয়ে খেলা নিয়ে চর্চা রয়েছে। এবার কি সেটা পূরণ হতে চলেছে?

Advertisement

পৈতৃক সূত্রে ভারতের সঙ্গে শিকড়ের যোগ রয়েছে ধান্দার। ১৯৯৮ সালে বার্মিংহ্যামে জন্ম। ইউথ কেরিয়ার লিভারপুলে। ২০১৮ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের পরের ধাপ চ্যাম্পিয়নশিপের ক্লাব সোয়েন্সা সিটিতে নাম লেখান। এরপর স্কটল্যান্ডের রস কাউন্টি ও হার্ট অফ মিডলোথিয়ানে খেলেছেন। বর্তমানে ডান্ডির হয়ে খেলেন। ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলেছেন।

সম্প্রতি ভারতের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন অস্ট্রেলিয়ায় জন্মানো রায়ান উইলিয়ামস। ব্লু টাইগার্সের হয়ে অভিষেক না হলেও বাংলাদেশ উড়ে গিয়েছিলেন। হয়তো হংকংয়ের বিরুদ্ধে অভিষেক হতে পারে। ইতিমধ্যে ভারতের জার্সিতে প্র্যাকটিস করেছেন। ইনস্টাগ্রামে সেই ছবি আপলোড করেছেন। সেখানে ধান্দা কমেন্ট করেন, 'ইয়েস ব্রো।' পাশে নীল হার্ট ইমোজি। অনেকের মতে, তা ভারতের জন্য। সেই কমেন্টের উত্তরে রায়ান লিখেছেন, 'এবার তোমার পালা।' মনে করা হচ্ছে, ধান্দাকেও ভারতের হয়ে খেলার আমন্ত্রণ জানালেন রায়ান।

তবে ভারতের হয়ে খেলা সহজ হবে না ধান্দার জন্য। ২৬ বছর বয়সি ফুটবলারের ওসিআই কার্ড আছে। কিন্তু ব্লু টাইগার্সের হয়ে খেলতে হলে তাঁকে ব্রিটিশ নাগরিকত্ব ছাড়তে হবে। তাহলে আবার তিনি ইউরোপের ক্লাবে খেলতে পারবেন না। উল্লেখ্য, ২০২৩-এ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রিও ফার্দিনান্দ ধান্দার গোলের প্রশংসা করেছিলেন। তাতে এআইএফএফের প্রাক্তন সচিব সাজি প্রভাকরণ ধান্দাকে ভারতের হয়ে খেলতে আমন্ত্রণ জানান। তখনই ব্রিটিশ ফুটবলার আশা করেছিলেন, দ্বৈত নাগরিকত্ব চালু হলে তিনি ভারতের হয়ে খেলতে পারেন। কিন্তু ব্রিটিশ নাগরিকত্ব ছাড়বেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রায়ান উইলিয়ামসের পর কি আরেক বিদেশি আসতে চলেছে ভারতীয় ফুটবল দলে?
  • ইনস্টাগ্রামে লিভারপুল অ্যাকাডেমি থেকে উঠে আসা সেই মিডফিল্ডারের সঙ্গে আলোচনায় জল্পনা তুঙ্গে।
  • বর্তমানে স্কটল্যান্ডের ক্লাব ডান্ডেতে খেলা ফুটবলারের নাম ইয়ান ধান্দা।
Advertisement