shono
Advertisement

পাক-কন্যাকে সাহায্য সুষমা স্বরাজের

অল ইন্ডিয়া প্রি-মেডিক্যাল পরীক্ষার ফর্ম ফিল-আপ করতে গিয়েই বাধে বিপত্তি৷ পাকিস্তানের নাগরিক হওয়ায় বাতিল হয়ে যায় মশালের আবেদন৷ এক বেসরকারি সংবাদ মাধ্যমের দ্বারা কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন করে মশাল৷ The post পাক-কন্যাকে সাহায্য সুষমা স্বরাজের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:27 PM May 30, 2016Updated: 05:03 PM May 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মশাল মাহেশ্বরী৷ জন্ম পাকিস্তানে হলেও দুই বছর ধরে ভারতেই রয়েছে ১৭ বছরের এই কিশোরী৷ ছোটবেলা থেকেই যার একটাই স্বপ্ন, ডাক্তার হতে চায় সে৷ জয়পুর থেকে এবারে সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯১ শতাংশ নম্বরও পেয়েছে মশাল৷

Advertisement

কিন্তু, অল ইন্ডিয়া প্রি-মেডিক্যাল পরীক্ষার ফর্ম ফিল-আপ করতে গিয়েই বাধে বিপত্তি৷ পাকিস্তানের নাগরিক হওয়ায় বাতিল হয়ে যায় মশালের আবেদন৷ এক বেসরকারি সংবাদ মাধ্যমের দ্বারা কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন করে মশাল৷

মশালের ভিডিও দেখেই টুইট করেন সুষমা৷ তৎক্ষণাৎ টুইট করে বিষয়টি আালাদা গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন তিনি৷ তাকে চিন্তা করতেও বারণ করেন৷

টুইটে ফোন নম্বর দিয়ে তাঁকে যোগাযোগও করতে বলেন সুষমা৷ ভারতীয় বিদেশমন্ত্রীর এই আশ্বাসে অভিভূত পাক-কন্যা৷

The post পাক-কন্যাকে সাহায্য সুষমা স্বরাজের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement