shono
Advertisement

Breaking News

জোর করে ধর্মান্তকরণ ইসলামে অপরাধ, কবুল পাক প্রধানমন্ত্রীর

ধর্মের গোঁড়ামিতে বিব্রত খোদ পাকিস্তানই? The post জোর করে ধর্মান্তকরণ ইসলামে অপরাধ, কবুল পাক প্রধানমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 11:41 AM Mar 15, 2017Updated: 11:35 AM Mar 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোর করে কারও ধর্ম পরিবর্তন করা বা কারও ধর্মস্থানে ভাঙচুর চালানো ইসলামে অপরাধ৷ খোদ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুখে শোনা গেল এ কথা৷ ধর্ম নিয়ে যে দেশে ‘গোঁড়ামি’ তুঙ্গে, সেখানকার প্রধানমন্ত্রীর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷

Advertisement

প্রকৃতির জোর ডাক? এবার রেস্তরাঁ-হোটেলে ৫ টাকা দিলেই হিল্লে ]

পাকিস্তানে প্রায়শই সংখ্যালঘু হিন্দুদের উপর নেমে আসে আক্রমণ৷ ভেঙে দেওয়া হয় মন্দির৷ জোর করে ধর্মান্তরিত করা হয় তাঁদের৷ অনেকে আবার একে ইসলামের অঙ্গ বলেই মনে করেন৷ কিন্তু সে সবের বিরুদ্ধে এবার কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী৷ জানালেন, কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে, তার বিচার করার দরকার নেই৷ বরং সকলে মিলে চেষ্টা করা উচিত, যাতে পাকিস্তান স্বর্গসমান হয়ে উঠতে পারে৷ ধর্মীয় গোঁড়ামিতে রাশ টানতে পাক প্রধানমন্ত্রীর চেষ্টা ছিল প্রশংসনীয়৷ তিনি সাফ জানিয়ে দেন, ই্সলাম কখনও কোনও ধর্মকে অসম্মান করতে শেখায় না৷ বরং জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে সমান সম্মান দেওয়ার কথাই শেখায় ইসলাম ধর্ম৷ তাই কারও ধর্মবোধে আঘাত করা বা ধর্মস্থানে আঘাত হানা ইসলামে অপরাধ৷ তাঁর মতে, ধর্ম নিয়ে পাকিস্তানের কোনও সমস্যা নেই৷ সমস্যা যদি কিছু থেকে থাকে তবে তা দেশের অভ্যন্তরে বাসা বেঁধে থাকা সন্ত্রাস৷ সেই সন্ত্রাসীরাই ধর্মের ভুল ব্যাখ্যা করে, মানুষকে উত্যক্ত করে৷ নয়তো ইসলাম কখনও অন্য ধর্মকে ছোট করাকে প্রশ্রয় দেয় না৷ আর তাই পাক প্রধানমন্ত্রীর স্বপ্ন, এমন এক পাকিস্তান যা হবে সন্ত্রাসহীন৷ যেখানে প্রত্যেকে নির্ভয়ে নিজের ধর্ম পালন করতে পারবেন৷

শান্তি ফেরান মোদি, চিঠিতে আর্জি পাক কন্যার ]

ধর্ম নিয়ে গোঁড়ামি, সন্ত্রাসের সঙ্গে ধর্মের মেলামেশায় খোদ পাকিস্তানই যে বিব্রত তা পাক প্রধানমন্ত্রীর কথাতেই স্পষ্ট৷ বিভিন্ন সময় আন্তর্জাতিক ক্ষেত্রে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় দেশটিকে৷ বাইরে যতই ঢেকে রাখা হোক মাঝেমধ্যেই তা বেআব্রু হয়ে পড়ে৷ আর তাই দেশের ভিতর থেকেই এবার তা নির্মূল করার ডাক দিলেন পাক প্রধানমন্ত্রী৷

সোশ্যাল মিডিয়ায় জানতে পেরে শিশুর দুধ পৌঁছে দিল রেল কর্তৃপক্ষ ]

The post জোর করে ধর্মান্তকরণ ইসলামে অপরাধ, কবুল পাক প্রধানমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement