সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) শেষ হলেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup)। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে কুড়ি-কুড়ি লড়াইয়ে বিশ্বসেরা হওয়ার জন্য নামতে চলেছে 'টিম ইন্ডিয়া'। আইসিসি টুর্নামেন্টে ট্রফির খরা কাটাতে মরিয়া থাকবেন ক্রিকেটাররা। কিন্তু সেই লড়াইয়ে হিটম্যানের উপর আস্থা রাখতে নারাজ নাইটদের প্রাক্তন টিম ডিরেক্টর। এমনকী তিনি টি-টোয়েন্টির আদর্শ অধিনায়ক নন বলেই ঘোষণা জয় ভট্টাচার্যের (Joy Bhattacharjya)।
২০২২-র টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। সেই ম্যাচে ২৭ রান করেছিলেন ভারত অধিনায়ক। তার পর দীর্ঘ দিন আন্তর্জাতিক পর্যায়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেননি রোহিত। চলতি বছরের শুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে ফের কুড়ি-কুড়ির লড়াইয়ে নামতে দেখা যায় তাঁকে।
[আরও পড়ুন: ‘গত আইপিএলে প্রায় ৯০০ রান করেছি’, বিশ্বকাপের দল ঘোষণার আগে নির্বাচকদের বার্তা গিলের]
বিশ্বকাপের আগে সেটাই চিন্তায় রাখছে জয় ভট্টাচার্যকে। তাঁর মতে, "রোহিতকে টি-টোয়েন্টির অধিনায়ক করা বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সে খারাপ প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে রোহিত টি-টোয়েন্টি ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়ার আদর্শ লোক নন।" তবে তিনি কোনও ভাবেই রোহিতের কৃতিত্বকে ছোট করতে চান না। কিন্তু ওপেনার হিসেবে শুভমন গিল, যশস্বী জয়সওয়ালকে এগিয়ে রাখতে চান।
[আরও পড়ুন: ‘তোমার থেকে দল এটা প্রত্যাশা করে না’, মন্থর ব্যাটিং নিয়ে কোহলিকে বিঁধলেন প্রাক্তন তারকা]
একই সঙ্গে নাইটদের প্রাক্তন টিম ডিরেক্টর রোহিতের বিকল্পও বেছে নেন। তিনি জশপ্রীত বুমরাহকে ভারতের অধিনায়ক হিসেবে দেখতে চান। জয়ের মতে, "বোলার হিসেবে বুমরাহ এই দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিত ক্রিকেট জীবনে সব পেয়েছে। ২০০৭-র বিশ্বকাপ দলেও ছিল। নিজের কেরিয়ার সেই সাফল্যের সঙ্গেই শেষ করতে চাইবে।"