সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা বছর ধরে উত্থান-পতন লেগেই থাকে দালাল স্ট্রিটে। তবে শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের কাছে অন্যতম সুখের দিন হল দীপাবলি। বিরাট বড়সড় বিপর্যয় ছাড়া বছরে এই একটা কার্যত নিশ্চিত লাভের মুখ দেখেন বিনিয়োগকারীরা। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। শেয়ার বাজারের বিশেষ এই শুভদিনকে মাথায় রেখে বিপুল লাভ দিতে পারে এমন একাধিক শেয়ার নিজের পোর্টফোলিওতে রাখার পরামর্শ বাজার বিশেষজ্ঞ ৪ ব্রোকারেজ সংস্থা।
শেয়ার বাজারের ক্যালেন্ডারে দীপাবলি ছুটির দিন হলেও মাত্র এক ঘণ্টার জন্য খোলা হয় বাজার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ১ নভেম্বর সন্ধে ৬টা থেকে ৭টা পর্যন্ত খোলা থাকবে বাজার। এই বিশেষ সময়কে বলা হয় ‘মুহুরৎ ট্রেডিং’। সল্প সময়ের জন্য বাজার খোলা থাকলেও এই সময়টুকুতে বাজারে কার্যত ঝাঁপিয়ে পড়েন বিনিয়োগকারীরা। এই মুহূর্ত ট্রেডিংকে মাথায় দেশের ৪ ব্রোকারেজ সংস্থা যে শেয়ারগুলি কেনার পরামর্শ দিচ্ছে সেগুলি হল...
এইচডিএফসি সিকিউরিটিস:
এই সংস্থার দাবি অনুযায়ী, যে ৯টি শেয়ার মুহুরৎ ট্রেডিংয়ে বিপুল লাভ দিতে পারে। টার্গেট প্রাইস-সহ সেই শেয়ারগুলি হল,
১. ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, টার্গেট প্রাইস ১৩২ টাকা
২. জেকে লক্ষ্মী সিমেন্ট, টার্গেট প্রাইস ৯৩৬ টাকা
৩. এল অ্যান্ড টি ফাইনান্স, টার্গেট প্রাইস ২১৯ টাকা
৪. এনএএনসিও, টার্গেট প্রাইস ২৭০ টাকা
৫. নবীন ফ্লুওরাইন, টার্গেট প্রাইস ৩৯৪৮ টাকা
৬. এনসিসি লিমিটেড, টার্গেট প্রাইস ৩৬৩ টাকা
৭. পিএনবি হাউজিং ফাইনান্স, টার্গেট প্রাইস ১১৬০ টাকা
৮. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টার্গেট প্রাইস ৩২৪৩ টাকা
৯. এসবিআই, টার্গেট প্রাইস ৯৬০ টাকা
আনন্দ রাঠি:
এই সংস্থার তরফে ৭টি স্টক বিপুল লাভ দিতে পারে দাবি করা হয়েছে। টার্গেট প্রাইস-সহ শেয়ারগুলি হল, '
১. আইএফসিআই, টার্গেট প্রাইস ৮০-৮৮ টাকা (৫০.৪ শতাংশ লাভ)
২. আইআরবি ইনফ্রাস্টাকচার ডেভলপার, টার্গেট প্রাইস ৭৯-৮৬ টাকা (৪৯.৬ শতাংশ লাভ)
৩. জুপিটার ওয়াগন, টার্গেট প্রাইস ৭০০-৭৬০ টাকা (৪৯ শতাংশ লাভ)
৪. হিন্ড জিঙ্ক, টার্গেট প্রাইস ৬৮০-৭৫০ টাকা (৫০ শতাংশ লাভ)
৫. টাটা টেক, টার্গেট প্রাইস ১৩৬০-১৪৫০ টাকা (৩৬ শতাংশ লাভ)
৬. গার্ডেনরিচ শিপ এবং ইঞ্জিনিয়ারিং, টার্গেট প্রাইস ২৪২৫-২৬৫০ টাকা (৫২.৩ শতাংশ লাভ)
৭. বিইএমএল, টার্গেট প্রাইস ৪৮০০-৫৪০০ টাকা (৪২.১ শতাংশ লাভ)
সিস্টেমেটিক্স:
১. পিএনবি, টার্গেট প্রাইস ১৩৩৩ টাকা (৪৩ শতাংশ লাভ)
২. শ্রীরাম প্রোপার্টিস, টার্গেট প্রাইস ১৫২ টাকা (৩০ শতাংশ লাভ)
৩. জানা স্মল ফাইনান্স ব্যাংক, টার্গেট প্রাইস ৭০০ টাকা (৩০ শতাংশ লাভ)
৪. ওয়ান ৯৭ কমিউনিকেশন, টার্গেট প্রাইস ৯০০ টাকা (২৯ শতাংশ লাভ)
আশিকা:
১. ওএনজিসি, টার্গেট প্রাইস ৩৫০ টাকা (২৪.১ শতাংশ লাভ)
২. কিনেস টেকনোলজি, টার্গেট প্রাইস ৭০০০ টাকা (২৫.৪ শতাংশ লাভ)
৩. এরিস লাইফসায়েন্স, টার্গেট প্রাইস ১৭০০ টাকা (২৫.৯ শতাংশ লাভ)
৪. ইসজেক হেভি ইঞ্জিনিয়ারিং, টার্গেট প্রাইস ১৮৫০ টাকা (৩০.৪ শতাংশ লাভ)
বিশেষ সতর্কবার্তা: শেয়ার মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। সমস্ত তথ্য ও যাচাই করে তবে বিনিয়োগ করুন। প্রয়োজনে বিনিয়োগ বিশেষজ্ঞের সহায়তা নিন।