সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ছারপোকা আমি মারি নে। মারতে পারি নে। মারতে মারতে হাত ব্যথা হয়ে যায় কিন্তু মেরে ওদের শেষ করা যায় না।’ ‘ছারপোকার মার’ গল্পে বলে থুড়ি লিখে গিয়েছেন ‘শিব্রাম চক্কোত্তি’। তবে অন্ধকারের সেই রক্তখেকোদের ব্যবস্থা শিব্রাম করতে পারলেও ফরাসিরা নাজেহাল। তাই সমস্যার সমাধান খুঁজতে জরুরি বৈঠক ডেকেছে ফ্রান্স।
মঙ্গলবার ফরাসি সরকারের তরফে জানানো হয়েছে, দেশজুড়ে ক্রমে বাড়ছে ছারপোকার উপদ্রব। রাতের অন্ধকারে ওই ভয়ানক কীটের উপদ্রব ঘুম কেড়েছে মানুষের। ট্রেন-বাস-মেট্রো, এমনকী ফরাসিদের প্রাণাধিক প্রিয় থিয়েটার ও সিনেমাহলেও বিপ্লব দেখাচ্ছে এই রক্তখেকোরা। সব জায়গাতেই তাদের অবাধ গতি। বন্ধ করতে হয়েছে মার্সেই ও লিওঁ শহরের দুটি স্কুলও। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জনস্বাস্থ্যের জন্য বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ছারপোকা। বিপাকে পড়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রশাসন।
[আরও পড়ুন: নতুন প্রেসিডেন্ট হয়েই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর ঘোষণা চিনপন্থী মুইজ্জুর]
জানা গিয়েছে, আজ বুধবার জরুরি বৈঠকে বসছেন ফ্রন্সের পরিবহণ মন্ত্রী ক্লিমেন্ট বুনোও। পরিবহণ সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে বাস-ট্রাম-মেট্রো থেকে ছারপোকা বিনাশের পথ খুঁজে বের করা হবে। পরশু শুক্রবার বিভিন্ন মন্ত্রকগুলোকে নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন ম্যাক্রোঁ সরকারের মুখপাত্র অলিভিয়ের ভেরান। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অউরেলিয়ন রুসো জনতাকে আশ্বস্ত করে জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এই সুযোগে পেস্ট কন্ট্রোল বা কীটনাশকের নামে গ্রাহকদের প্রতাড়িত করার চেষ্টা হচ্ছে।