shono
Advertisement

দেশে পা রাখলেন কিংবদন্তি জিদান

বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে সস্ত্রীক পা রাখা মাত্র শয়ে শয়ে ভক্তরা ঘিরে ধরেন তাঁকে৷ এমন ফুটবল তারকাকে তো আর রোজ রোজ দেখা যায় না৷ ভিড় সামলে পুলিশরা জিদান ও তাঁর বেটার হাফ ভেরোনিকেকে গাড়িতে তুলে দেন৷ The post দেশে পা রাখলেন কিংবদন্তি জিদান appeared first on Sangbad Pratidin.
Posted: 06:32 PM Jun 09, 2016Updated: 02:27 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচের দায়িত্ব নিয়ে প্রথমবারই রিয়ালকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন৷ মরশুমের শেষে আপাতত বিরতিতে তিনি৷ আর সেই ফাঁকেই ভারতে পা রাখলেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান৷
না, কোনও চ্যারিটি ফুটবল ম্যাচ খেলতে বা আইএসএল দলের কোচ হিসেবে নয়, একটি কোম্পানির বিজ্ঞাপনের জন্য এদেশে এসেছেন ১৯৯৮-র বিশ্বজয়ী দলের সদস্য৷ বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে সস্ত্রীক পা রাখা মাত্র শয়ে শয়ে ভক্তরা ঘিরে ধরেন তাঁকে৷ এমন ফুটবল তারকাকে তো আর রোজ রোজ দেখা যায় না৷ ভিড় সামলে পুলিশরা জিদান ও তাঁর বেটার হাফ ভেরোনিকেকে গাড়িতে তুলে দেন৷ গত মে মাসে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে একটি রিয়েল এস্টেট গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন জিদান৷ কানাকিয়া প্যারিস নামের প্রজেক্টটির প্রচারে দেখা যাবে তাঁকে৷ জিদান বলেন, “কানাকিয়া গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারায় ভাল লাগছে৷ আমাদের একসঙ্গে এখানে আনার জন্য পিএমজি-কে ধন্যবাদ৷”

Advertisement

এর আগে টাটার নতুন গাড়ির বিজ্ঞাপনে দেখা গিয়েছে বার্সা স্ট্রাইকার লিও মেসিকে৷ এবার ভারতীয় কোম্পানির সঙ্গে কাজ করতে দেখা যাবে আরেক বিশ্বমানের ফুটবলারকে৷ জিদানকে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কোম্পানিটি৷

The post দেশে পা রাখলেন কিংবদন্তি জিদান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement