shono
Advertisement

Breaking News

রোহিঙ্গা ইস্যুতে আরও চাপে মায়ানমার, আন্তর্জাতিক আদালতে দায়ের মামলা

এই প্রথম নাইপিদাওয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা। The post রোহিঙ্গা ইস্যুতে আরও চাপে মায়ানমার, আন্তর্জাতিক আদালতে দায়ের মামলা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:55 PM Nov 12, 2019Updated: 12:55 PM Nov 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে আরও চাপে পড়ল মায়ানমার। এবার নাইপিদাওয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় আদালতে (ICJ) মামলা দায়ের করেছে গাম্বিয়া। এই প্রথম কোনও দেশ সু কি প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করল।

Advertisement

পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র দেশটির আইনমন্ত্রী আবু বকর তামবাদউ জানিয়েছেন, নির্বিচারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা চালিয়েছে মায়ানমারের সরকারি বাহিনী। সন্ত্রাস দমনের নামে নিরীহ মানুষের উপর অমানবিক অত্যাচার চালিয়েছে সু কি প্রশাসন। তাই নির্যাতিতদের হয়ে মামলা দয়ের করা হয়েছে। সোমবার, জেনোসাইড কনভেনশনের আওতায় ICJ-তে ৪৬ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দিয়েছে গাম্বিয়া। সেখানে মায়ানমারের রাষ্ট্রশক্তির বিরুদ্ধে রাখাইন প্রদেশে বসবাসরত রোহিঙ্গাদের নির্বিচারে খুন, ধর্ষণ এবং তাদের বাড়িঘর ধ্বংসের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসেই রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মায়ানমার। তারপর ৫৫ হাজার উদ্বাস্তুর তথ্য নাইপিদাওয়ের হাতে তুলে দিয়েছে ঢাকা। তবে নানা আইনি জটিলতায় এখনও দেশে ফিরতে পারেননি শরণার্থীরা। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকেই রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানো যাবে বলে মনে করছে হাসিনা সরকার। প্রসঙ্গত, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রায় নুয়ে পড়েছে বাংলাদেশের অর্থনীতি। এদিকে, নিরাপদ আশ্রয় ছেড়ে ফের রাখাইন প্রদেশে ফিরতে নারাজ রোহিঙ্গারাও। তাঁদের অভিযোগ, ফিরে গেলে ফের হামলা চালাবে বার্মিজ সেনা। সেক্ষেত্রে শরণার্থী হয়ে থাকলে অন্তত প্রাণে বাঁচতে পারবেন তাঁরা।

[আরও পড়ুন: শক্তি কমিয়ে বাংলাদেশে বুলবুল, বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিল সুন্দরবন]

The post রোহিঙ্গা ইস্যুতে আরও চাপে মায়ানমার, আন্তর্জাতিক আদালতে দায়ের মামলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement