shono
Advertisement

শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই রাজ্যের সরকারি হাসপাতালে নার্স নিয়োগ, জেনে নিন খুঁটিনাটি

কবে, কোথায় হবে ইন্টারভিউ?
Posted: 06:52 PM Nov 05, 2020Updated: 07:06 PM Nov 05, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নার্সিং ট্রেনিং করা রয়েছে? আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ক্যালকাটা স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে জেনারেল নার্স মিডওয়াইফ (General Nurse Midwife) পদে ২ জনকে নিয়োগ করা হবে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে নিয়োগ। তার আগে জেনে নিন চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement

ইন্টারভিউয়ে যোগ দেওয়ার যোগ্যতা:
১. ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আওতাধীন জেনারেল নার্সিং মিডওয়াইফারি কোর্স করা থাকা আবশ্যক।
২. থ্যালাসেমিয়া রোগী এবং তাঁদের পরিজনদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রগণ্য।

বয়সসীমা:
সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা ইন্টারভিউ দিতে পারেন।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ১৬ হাজার ৮৬০ টাকা বেতন পাবেন।

[আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে চাকরি খুঁজছেন? সামনেই সুবর্ণ সুযোগ, আবেদন জানান দ্রুত]

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

ইন্টারভিউর দিনক্ষণ:
১১ নভেম্বর, ২০২০ তারিখ সকাল ১০ টাকা বেলা ১২টা পর্যন্ত নেওয়া হবে ইন্টারভিউ।

ইন্টারভিউর স্থান:
অফিস অফ দ্য ডিরেক্টর (ইন-চার্জ), ক্যালকাটা স্কুল অফ ট্রপিকাল মেডিসিন (Calcutta School of Tropical Medicine), ১০৮, সি আর অ্যাভিনিউ, কলকাতা: ৭০০০৭৩।

ইন্টারভিউর দিন প্রার্থীকে সঙ্গে রাখতে হবে:
শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।

চাকরি সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য প্রার্থীকে www.stmkolkata.org এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: রাজ্য খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরে চাকরি করবেন নাকি? জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement