সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে ঢিলে পোশাক, মাটিতে শোওয়া, আর খাবার বলতে লপসি- হিন্দি সিনেমার দৌলতে ভারতীয় জেলের অন্দরের এরকম একটা ছবিই আমাদের মনে গেঁথে আছে৷ কিন্তু অনেকের অনুমান বাস্তবের ছবিটা একেবারে আলাদা৷ অন্য জেলের ক্ষেত্রে তা সত্যি হোক না হোক, থানে জেলের জন্য তা সত্যি৷ সম্প্রতি এই মর্মে এক চিঠি পৌঁছল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের কাছে৷
নামেই জেল৷ গারদের ওপারে মিলছে এলাহি বিলাসিতা৷ অবশ্যই অর্থের বিনিময়ে৷ সৌজন্যে জেলার হীরালাল যাদব৷ এমনটাই অভিযোগ তুলেছেন এক পুলিশকর্মী৷ তাঁর দাবি, টাকার বিনিময়ে পাঁচতারা হোটেলের সমতুল্য বিলাসিতা পাচ্ছেন বন্দিরা৷ আর তার জোগান দিচ্ছেন জেলার স্বয়ং৷
এমনকী তিনি নাকি নিজের মোবইল থেকে বন্দিদের ফোন করার অনুমতিও দিচ্ছেন৷ মদ বা মারিজুয়ানা- কোনওটাতেই নিষে
ব্যবস্থার জন্য লাখ পাঁচেক করে রেস্ত নাকি পকেটে ঢুকছে ওই জেলারের৷ বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করিয়ে দেওয়া হোক কিংবা খাবার-দাবার, জেলের বিভিন্ন কাজ থেকে এরকম ঘুষের নেটওয়ার্ক তাঁর তত্ত্বাবধানে চলছে বলেও অভিযোগ উঠেছে৷
অভিযোগ প্রত্যাশিতভাবেই অস্বীকার করেছেন হীরালাল৷ তাঁর দাবি, এমন অভিযোগ থাকলে তাঁর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হোক৷ তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে৷ তাঁর মতে ফোন ট্র্যাক করার জন্য জেলে সেন্সর আছে, তাতেই তো সব ধরা পড়ত৷ এছাড়া উর্দ্ধতন কর্তৃপক্ষ জেলে সারপ্রাইজ ভিজিটেও আসেন৷ তাঁদের রিপোর্টেও কোথাও কোনও অসঙ্গতি নেই৷ তাহলে এই অভিযোগ কেন উঠছে, এ নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন তিনি৷
কোন পুলিশ অফিসার এ অভিযোগ এনেছেন তা জানা যায়নি৷ তবে অভিযোগ পেয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর৷
The post এই জেলে পাঁচতারা বিলাসে দিন কাটাচ্ছে বন্দিরা! appeared first on Sangbad Pratidin.