shono
Advertisement

যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে খোলনলচে বদলাচ্ছে নন-এসি মেট্রোর

একেকটি রেকে খরচ পড়েছে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা৷ The post যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে খোলনলচে বদলাচ্ছে নন-এসি মেট্রোর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:49 PM Jun 04, 2016Updated: 11:19 AM Jun 04, 2016

নব্যেন্দু হাজরা: দেখতে এসি-র মতোই৷ কিন্তু উঠে বুঝবেন, পাখার হাওয়াতেই আপনাকে ঠান্ডা হতে হবে৷ তবে নন-এসিতে চড়ে আগের মতো আর ঘামতে হবে না৷ কারণ যে পাখাগুলো বসেছে, তাতে হাওয়া খেলবে অনেক জোরে৷ এখনকার মতো আওয়াজও হবে না৷ ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন যাত্রীরা৷
মেট্রোয় যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে খোলনলচে বদলে নামছে সাতটি নন-এসি রেক৷ এগুলো দেখতে একেবারে এসি রেকের মতো৷ দূর থেকে ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার সময় বোঝার উপায় থাকবে না এসি না নন-এসি৷ তবে ট্রেনে উঠেই বোঝা যাবে পাখার হাওয়াই ভরসা এমন রেকে৷ নতুন রেক কবে আসবে তা জানেন না মেট্রোর শীর্ষ কর্তারা৷ কিন্তু পরিষেবার মান বাড়াতে তাই খোলনলচে বদলে সাত’টি নন এসি রেককে আধুনিক করে তৈরি করছে মেট্রো৷ আগামী সপ্তাহ থেকেই একে একে নামতে শুরু করবে রেকগুলো৷
দেখতে একেবারে এসি রেকের মতো৷ লাগানো হয়েছে, এসি রেকের মতো আধুনিক দরজা, নতুন সিট, বসছে আধুনিকমানের পাবলিক ইনফরমেশন সিস্টেম, অত্যাধুনিক অ্যালার্ম চেন, গার্ডের সঙ্গে কথোপকথনের সুবিধা–সহ একগুচ্ছ আধুনিক বন্দোবস্ত৷ পুরনো নন এসি রেকের পাখায় যে আওয়াজ হয়, নতুন এই রেকগুলোয় তা থাকবে না৷ এসি রেকে সিটের দুই ধারে যেমন কাচের স্লাইডিং থাকে, এই রেকগুলোতেও তা থাকবে৷ বদল করা হচ্ছে রেকের ফ্লোরও৷ বসছে এলইডি, বদল আসছে রেকের হেডলাইটেও৷
মেট্রোসূত্রে খবর, নোয়াপাড়া কারশেডেই খোলনলচে বদলেছে পুরনো রেকগুলো৷ একেকটি রেকে খরচ পড়েছে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা৷ তবে যেগুলোকে বদল করা হয়েছে, সেগুলোর বয়স ২৫ বছরের কম৷ বাকি সাতটি রেক রয়েছে, যেগুলোর কোডাল লাইফ শেষ হয়ে গিয়েছে৷ অর্থাত্‍ ২৫ বছরের বেশি৷ আধিকারিকরা জানাচ্ছেন, নতুন এসি রেক এলে কোডাল লাইফ শেষ হয়ে যাওয়া রেকগুলোকে বাতিল করা হবে৷ তাই এগুলোর পেছনে আর খরচ করা হচ্ছে না৷ যেগুলো এখনও বছর দশেক চালানো যাবে, সেগুলোরই পরিকাঠামোগত বদল আনা হয়েছে৷ একসঙ্গে সব রেকগুলো তুলে নিয়ে আধুনিকীকরণ করা যায়নি৷ তাই একে একে রেকের আধুনিকীকরণ করা হবে৷
তবে নতুন এই রেকগুলোয় যাত্রী স্বাচ্ছন্দ্য অনেক বাড়বে৷ বর্তমানে ১৪টি নন এসি এবং ১৩টি এসি রেক চলে৷ ইতিমধ্যেই আগস্ট মাস থেকে মেট্রোয় ট্রিপের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ২৭৮ থেকে বেড়ে মেট্রো চলবে ৩০০ ট্রিপ৷ টালিগঞ্জ স্টেশনে আইল্যান্ড প্ল্যাটফর্ম চালু করেই এই পরিষেবা বৃ‌দ্ধি করা হবে৷ ফলে ঝরঝরে পুরনো রেক দিয়ে পরিষেবা বৃ‌দ্ধি সম্ভব নয় বলেই খোলনলচে বদলে আধুনিক করা হচ্ছে রেকগুলো৷

Advertisement

The post যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে খোলনলচে বদলাচ্ছে নন-এসি মেট্রোর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement