shono
Advertisement

অতিবৃষ্টিতে ফের প্লাবিত ঘাটালের পরিস্থিতি পরিদর্শনে দেব, দুর্গতদের সাহায্যের আশ্বাস

দুর্গতদের ত্রাণ বিলি করেন তৃণমূল সাংসদ।
Posted: 05:00 PM Oct 04, 2021Updated: 05:00 PM Oct 04, 2021

অংশুপ্রতীম পাল, খড়গপুর: অতিবৃষ্টিতে জলের তলায় ঘাটালের (Ghatal) বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি পরিদর্শনে প্লাবিত এলাকা সরেজমিনে ঘুরে দেখলেন তৃণমূল সাংসদ দেব। দুর্গতদের সাহায্যের আশ্বাসও দেন তিনি।

Advertisement

সোমবার সকালে ঘাটালের তিনটি জায়গা ঘুরে দেখেন সাংসদ দেব (Dev)। প্রথমে সবংয়ের চাউলকুড়ি গ্রামপঞ্চায়েতের এরাল এলাকায় যান তিনি। পিংলার পর ডেবরার সত্যপুর গ্রাম পঞ্চায়েতের টেবাগেড়িয়ায় ঘুরে দেখেন দেব। প্লাবিত এলাকার বাসিন্দাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি। করেন আর্থিক সাহায্যও। রাজনীতির কথা ভুলে বর্তমান পরিস্থিতিতে সকলের হাতে ত্রাণ পৌঁছে দেওয়াই লক্ষ্য বলেই জানান তিনি। সাংসদ আরও জানান, মাঝেমধ্যে অভিযোগ আসছে দু-একজন ত্রাণ পাচ্ছেন না। যাঁরা ত্রাণ পাচ্ছেন না তাঁদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করার কথাই বলেন তিনি। কেউ ত্রাণ না পেলে তড়িঘড়ি এলাকার দলীয় কর্মীদের জানানোর কথাও বলেন দেব। বৃষ্টির জম কমলে প্লাবনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের বাড়ি নির্মাণের বন্দোবস্ত করার আশ্বাস তারকা সাংসদের।

[আরও পড়ুন: মুর্শিদাবাদের কৃষককে গুলি করে খুনের অভিযোগ বিজিবির বিরুদ্ধে, তীব্র উত্তেজনা সীমান্তে]

এদিকে, নতুন করে বৃষ্টি আর হয়নি ঘাটালে। তবে কেলেঘাই, কপালেশ্বরী নদীর জল নামছে ধীর গতিতে। পিংলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মালিগ্রাম, বাখনাবাঁধ, জলচক এলাকা। কাঁসাই নদীর জলস্তরও ধীর গতিতে কমছে। জলের তলায় গ্রামের পর গ্রাম। চাষবাসও বন্ধ। ঘর ভেঙে আছে অনেকের। বাধ্য হয়ে
বাঁধের উপর ত্রিপল খাটিয়ে বাস করছেন কেউ কেউ। নীচু এলাকার বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, মাসখানেক আগেও অতিবৃষ্টিতে ঘাটালে প্লাবন পরিস্থিতি তৈরি হয়। জলের তলায় চলে যায় একের পর এক গ্রাম। সেই সময় প্লাবিত ঘাটাল পরিদর্শনে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দেবও পরিস্থিতি খতিয়ে দেখেন। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়া পর্যন্ত দুর্ভোগ জারি থাকার আশঙ্কা প্রকাশ করেন। রাজ্যের দাবি, কেন্দ্রের উদাসীনতায় এখনও বাস্তবায়িত হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান। তাই আবারও জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা।

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: কয়লা চুরিতে বাধা, ইসিএলের নিরাপত্তারক্ষীকে খুন দুষ্কৃতীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement