সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ডাইনোসরের পায়ের ছাপ মিলল পৃথিবীতে।
সম্প্রতি মঙ্গোলিয়ায় খুঁজে পাওয়া গিয়েছে একটি দৈত্যাকার ডাইনোসরের পায়ের ছাপ। শুক্রবার জাপান ও মঙ্গোলিয়ার এক যৌথ অভিযানে গোবি মরুভূমিতে এই পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে।
এই পায়ের ছাপের দৈর্ঘ্য ১০৬ সেন্টিমিটার এবং প্রস্থ ৭৭ সেন্টিমিটার। প্রাথমিকভাবে গবেষকরা মনে করছেন, এই পায়ের ছাপ টাইটানোসরের। দীর্ঘকায় গ্রীবা সম্পন্ন এই প্রাণীটি লম্বায় প্রায় ২০ মিটার ছিল। কিন্তু প্রায় ৭ কোটি বছর আগে এই দৈত্যাকার প্রাণী পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। সাম্প্রতিক সময়ে যে পায়ের ছাপের সন্ধান মিলেছে, তাতে প্রাণীর থাবার চিহ্ন স্পষ্ট। ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে।
The post মঙ্গোলিয়ার মরুভূমিতে মিলল ডাইনোসরের পায়ের ছাপ appeared first on Sangbad Pratidin.