জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: মাছের আড়ালে বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে সোনা পাচারের ছক বানচাল। প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকার সোনার বিস্কুট-সহ গ্রেপ্তার এক। ঘটনার নেপথ্যে আর কে বা কারা রয়েছে তা জানতে তদন্ত শুরু করা হচ্ছে।
জানা গিয়েছে, গোপন সূত্র মারফত সীমান্তে কর্তব্যরত সেনা জওয়ানরা জানতে পারেন পেট্রাপোল বর্ডার থেকে সোনা পাচারের কথা। উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ মেনে তড়িঘড়ি গঠন করা হয় অনুসন্ধান দল। কিছুক্ষণের মধ্যেই বর্ডার পেরিয়ে ভারতে প্রবেশ করে সন্দেহজনক একটি ট্রাক। ওই ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে জওয়ানরা প্রথমে দেখতে পান মাছ।
[আরও পড়ুন: আসানসোল কম্বল কাণ্ড: আদালতে নিজেই সওয়াল জিতেন্দ্রর, ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিচারকের]
এরপর ট্রাকটিতে তল্লাশি চালিয়ে জওয়ানরা দেখতে পান মাছের তলায় সাজানো সোনার বিস্কুট। উদ্ধার হয়েছে ৪০ টি সোনার বিস্কুট। যার ওজন ৪৬৬৭ গ্রাম। সোনার মোট মূল্য ২ কোটি ৭৮ লক্ষ ৫৭ হাজার ৫৬১ টাকা। রাতেই ট্রাকের চালককে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে ট্রাক চালক জানায়, সে ১৫ বছর ধরে ট্রাক চালাচ্ছে। ট্রাকের মালিক সাতক্ষীরার বাসিন্দা সফিকুল ইসলাম। জানা গিয়েছে, ভারতে আসার পর মাছ কলকাতার বাবা ইন্টারন্যাশনালের কাছে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু তার আগেই ছক বানচাল।