shono
Advertisement

Breaking News

আধার কর্তৃপক্ষের নম্বর বিভ্রাটের কারণ প্রকাশ্যে, দায় স্বীকার নামী সংস্থার

বিশেষজ্ঞরা উড়িয়ে দিচ্ছেন না হ্যাকিংয়ের সম্ভাবনা৷ The post আধার কর্তৃপক্ষের নম্বর বিভ্রাটের কারণ প্রকাশ্যে, দায় স্বীকার নামী সংস্থার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:20 AM Aug 04, 2018Updated: 10:17 AM Aug 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ জানত না কোথা থেকে আসেছে৷ কিন্তু অনেকের মোবাইল কনট্যাক্ট লিস্টেই সেভ হয়ে যাচ্ছে Unique Identification Authority of India (UIDAI) বা আধার কর্তৃপক্ষের নম্বর৷ তবে তা সঠিক নম্বর নয়, সম্পূর্ণ ভুল৷ শুক্রবার থেকে এমনই অদ্ভুত কাণ্ডকারখানা নিজেদের মোবাইল কনট্যাক্ট লিস্টে লক্ষ্য করেন বহু গ্রাহক৷ ঘটনার প্রভাব এতটাই গভীরে পৌঁছায় যে, রাতেই বিবৃতি দিতে বাধ্য হয় আধার কর্তৃপক্ষ৷ নড়েচড়ে বসে গুগল এবং অ্যাপেলও৷ শুরু হয় তদন্ত, অবশেষে জানা যায় গুগলের অপারেটিং সিস্টেমে গণ্ডগোলের কারণেই ঘটনার সূত্রপাত৷

Advertisement

[সোপিয়ানে খতম ৫ জঙ্গি, এলাকায় জোর তল্লাশি ভারতীয় সেনার]

জানা গিয়েছে, শুক্রবার থেকে বহু মোবাইল সংস্থার গ্রাহক লক্ষ্য করেন তাঁদের কনট্যাক্ট লিস্টে সেভ করা রয়েছে টোল ফ্রি ফোন নম্বর 18003001947৷ নামের স্থানে দেখাচ্ছে UIDAI৷ এরপরেই বিষয়টি আধার কর্তৃপক্ষের নজরে আনা হয়৷ কিন্তু ঘটনাটি তাঁদের দেখার বিষয় নয় বলে কার্যত হাত তুলে নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ টুইট বার্তায় UIDAI জানায়, গত দু’বছর ধরে আধার কর্তৃপক্ষের একটিই টোল ফ্রি নম্বর রয়েছে, যেটি হল ‘1947’৷ অন্য কোনও নম্বর তাঁদের নেই৷ পরামর্শ দেয়, প্রতিটি উপভোক্তা যেন নিজ নিজ মোবাইল কনট্যাক্ট লিস্ট থেকে ম্যানুয়ালি 18003001947 নম্বরটি ডিলিট করে দেন এবং যেন সিম কার্ড অপারেটিং সংস্থার দ্বারস্থ হন৷ ঘটনার বিষয়ে মুখ খুলেছে, The Cellular Operators Association of India (COAI)৷ তাঁরা বিবৃতি প্রকাশ করে জানায়, কোনও মোবাইল সিম প্রদানকারী সংস্থার পক্ষ থেকে এমন কোনও নম্বর প্রকাশ করা হয়নি বা গ্রাহকদের ফোনে অটোমেটিক সেভ করা হয়নি৷

[কালাপানির ইতিহাস অতীত, নাগরিকপঞ্জিতে নাম নেই বাহাদুর গাঁওবুড়ার পরিবারের]

আধার সিইও, অজয় ভূষণ পাণ্ডে জানান, Indian Computer Emergency Response Team (CERT-In) বিষয়টির তদন্ত শুরু করেছে৷ বিষয়টিকে নজরে রাখে গুগল ও অ্যাপেল৷ কারণ, এই দুই সংস্থার অপারেটিং সিস্টেম ব্যবহার করেই বিশ্বের সবচেয়ে বেশি মোবাইল ফোন কাজ করে৷ প্রথমে, বিষয়টিকে অপারেটিং সিস্টেমের অসুবিধা নামতে না চাইলেও৷ পরে নিজেদের মতো করে বিষয়টির তদন্ত শুরু করে দুটি সংস্থা৷ জানা গিয়েছে, অবশেষে শুক্রবার গভীর রাতে, নিজেদের দোষ স্বীকার করে গুগল৷ ক্ষমা চেয়ে সংস্থাটি জানায়, তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমে গণ্ডগোলের কারণেই বহু অ্যানড্রয়েড ফোনে এই সমস্যা দেখা দিয়েছে৷ বিষয়টিকে নজরে আনার জন্য তারা ধন্যবাদ জানান মোবাইল ফোন গ্রাহকদেরও৷ তবে এমন অদ্ভূত ঘটনায় স্বভাবতই ঘাবড়ে গিয়েছেন অনেক মোবাইল ফোন ব্যবহারকারী৷ বিশেষজ্ঞরা জানিয়েছে, এর মাধ্যমে কোনও মতেই উড়িয়ে দেওয়া যায় না হ্যাকিংয়ের সম্ভবনা৷

The post আধার কর্তৃপক্ষের নম্বর বিভ্রাটের কারণ প্রকাশ্যে, দায় স্বীকার নামী সংস্থার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement