shono
Advertisement

এবার OTT প্ল্যাটফর্মেও সেন্সর বোর্ড? ‘অশ্লীলতা চলবে না’, কড়া বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

অশ্লীলতা রুখতে দ্রুত পদক্ষেপের আশ্বাস মন্ত্রীর।
Posted: 08:38 PM Mar 19, 2023Updated: 08:38 PM Mar 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সৃজনশীলতার নামে অশ্লীলতা চলবে না’, ওটিটি প্ল্যাটফ্ল্যর্মের কনটেন্ট প্রসঙ্গে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সাফ জানালেন তিনি। তবে কী এবার ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টেও কাঁচি চালাবে সেন্সর বোর্ড?  

Advertisement

করোনাকালে দীর্ঘদিন কার্যত ঘরবন্দি ছিল মানুষ। ফলে ঘরে বসে বিনোদনের জন্য বহু মানুষ বেছে নিয়েছিলেন ওটিটি প্ল্যাটফর্ম। বর্তমানে ভারতের ৪৩ মিলিয়ন মানুষ ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করেন। দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় এইখাতেই ব্যয় করেন তাঁরা। ২০২৩ সালের শেষে সংখ্যাটা পৌঁছতে পারে ৫০ মিলিয়নে। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের একটি সমস্যা হল, অধিকাংশ কনটেন্টেই আপত্তিকর ভাষা ব্যবহার করা হয় ও অশ্লীলতা দেখানো হয়। যা নিয়ে বহুবার আপত্তি জানিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের একাংশ।

[আরও পড়ুন: আত্মপ্রকাশ কৃত্রিম বুদ্ধিমত্তার ‘GPT-4’ চ্যাটবট, ChatGPT-র সঙ্গে কোথায় তফাৎ?]

সেই ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, “ক্রিয়েটিভিটির নামে অশালীনতা কখনই মেনে নেওয়া হবে না। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে যে সকল অভিযোগ উঠেছে তা গুরুত্ব সহকারে দেখছে সরকার। সেক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে বদল করা হতে পারে নিয়মও।” অনুরাগ ঠাকুরের কথায়, “সৃজনশীলতার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে, অশালীনতার জন্য নয়। কেউ যদি সীমা অতিক্রম করে যায় ক্রিয়েটিভির নামে সেটা কখনই গ্রহণযোগ্য হবে না।”

প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা, সিরিজ নিয়ে অভিযোগ এই প্রথম নয়। এর আগে ঘটনার জল গড়িয়েছে আদালতেও। আপত্তিকর ভাষা ও অশালীনতা বন্ধে কেন্দ্রকে পদক্ষেপের দিয়েছিল আদালত।

 

[আরও পড়ুন: ওয়ার্ক ফ্রম হোমের দিন শেষ! কর্মীদের অফিসে ফেরাতে মরিয়া এই নামী কোম্পানিগুলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement