shono
Advertisement

পরকীয়ায় মজে গ্রীক দূতকে খুন করল স্ত্রীর প্রেমিক

তদন্তকারীরা জানিয়েছেন, অনেকদিন ধরেই স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিয়ে ঝামেলা চলছিল৷ The post পরকীয়ায় মজে গ্রীক দূতকে খুন করল স্ত্রীর প্রেমিক appeared first on Sangbad Pratidin.
Posted: 06:15 PM Jan 01, 2017Updated: 12:45 PM Jan 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্দেশ্য ছিল স্বামীর বিশাল সম্পত্তি নিয়ে বাকি জীবন প্রেমিকের সঙ্গে কাটানো৷ আর সেই কারণেই নিজে না করে, প্রেমিককে দিয়ে ব্রাজিলে অবস্থিত গ্রিক রাষ্ট্রদূত কায়রিয়াকস আমিরিসিকে খুন করালেন তাঁর স্ত্রী ফ্রাঁসোয়া৷ খুনের পরিকল্পনা ও খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে শুক্রবার গ্রিসের রাষ্ট্রদূতের স্ত্রী, ‘প্রেমিক’ তথা প্রাক্তন পুলিশকর্মী সার্জিও গোমেস মোরেইরা ফিলহো এবং ওই প্রেমিকের ভাইপো এডোয়ার্দো ডি মেলোকে আটক করা হয়েছে৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে খুনের ঘটনাটি ঘটে৷

Advertisement

তদন্তকারীরা জানিয়েছেন, অনেকদিন ধরেই স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিয়ে ঝামেলা চলছিল৷ তবে বড়দিনের আগে তা চরম পর্যায়ে পৌঁছয়৷ সেই সময় স্বামীকে খুনের ছক কষেন স্ত্রী৷ বড়দিন উপলক্ষে ব্রাসিলিয়াতে ঘুরতে গিয়েছিলেন গ্রিস রাষ্ট্রদূত ও তাঁর ৪০ বছর বয়সি স্ত্রী৷ তারপরই রাষ্ট্রদূতের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়৷ শেষে মেলে তাঁর মৃত্যুসংবাদ৷ পুলিশি-তদন্তে জানা গিয়েছে, অনেকদিন ধরেই ২৯ বছরের সার্জিওর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল রাষ্ট্রদূতের স্ত্রীর৷ প্রাক্তন পুলিশকর্মীর সঙ্গে বাকি জীবন কাটাতেই খুনের পরিকল্পনা করেন স্ত্রী৷ আর এমনভাবে ঘটনা সাজানো হয় যে, খুনের সময় ঘরে ছিলেন না রাষ্ট্রদূতের স্ত্রী৷ এমনকী, খুনের পর দেহ অন্যত্র সরিয়ে নেওয়া হয়৷ প্রাথমিক অনুমান, রাষ্ট্রদূতকে গলা টিপে খুন করেছে প্রাক্তন পুলিশকর্মী৷ কেননা, ওই রাষ্ট্রদূতের প্রতিবেশীরা জানিয়েছে, তারা কোনওরকম গুলির শব্দ শুনতে পায়নি৷ কোনও চিৎকারের আওয়াজ পাওয়া যায়নি৷

The post পরকীয়ায় মজে গ্রীক দূতকে খুন করল স্ত্রীর প্রেমিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement