সুমন করাতি, হুগলি: গত সপ্তাহেই বর্ধমান স্টেশনে ঘটে গিয়েছে এক মর্মান্তিক দুর্ঘটনা। জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু হয়েছে ৪ জনের। এবার জরাজীর্ন অবস্থা সরকারি আবাসনেরও। দেওয়াল থেকে খোষে পড়ছে প্লাস্টারের চাঙ্গর। ভেঙ্গে পড়ছে জানালার লোহার গ্রিল। এমনই ছবি ধরা পড়ল উত্তরপাড়ার একটি পুলিশ আবাসনে।
জানা গিয়েছে, ওই পুলিশ আবাসনের নিচেই রয়েছে জিটি রোড। ব্যস্ততম এই রাস্তা দিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। সঙ্গে প্রচুর মানুষ চলাচল করেন। কিন্তু নেই প্রশাসনের নজরদারি। সাধারণ মানুষের আতঙ্ক যেকোনও সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আর পুলিশকর্মীরা যাঁরা এই আবাসনের মধ্যে থাকেন তাঁরাও রয়েছেন আতঙ্কে। পথচলতি মানুষরা জানিয়েছেন, দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই আবাসন। আর এর নিচেই রয়েছে ডি.আই.বি দপ্তর। পুলিশ কর্মীরাই প্রাণ হাতে নিয়ে ওই দপ্তরে কাজ করেন। তাই অবিলম্বে এই ভবনের সংস্কার করা প্রয়োজন।
[আরও পড়ুন: অভিনব উপায়ে এটিএম থেকে টাকা চুরি! গ্রেপ্তার ভিনরাজ্যের ২ দুষ্কৃতী]
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা অশোকবাবু বলেন, এই পুলিশ আবাসনের দীর্ঘদিন ধরেই এভাবে ভগ্নদশা হয়ে রয়েছে। কিন্তু কোনও সংস্কার হচ্ছে না। যেকোনও মুহূর্তে বিল্ডিংটি ভেঙে পড়ে বড়সর দুর্ঘটনা ঘটে যেতে পারে। পুলিশরাও মানুষ। তাঁদেরও পরিবার আছে। তাঁরাও জীবনের ঝুঁকি নিয়ে এই বিল্ডিংয়ে থাকছেন। এটা খুব চিন্তার বিষয়। অন্য এক স্থানীয় পথচলতি ব্যক্তি বলেন, এই বিল্ডিংয়ের নিচে দিয়ে প্রত্যেকদিন বহু মানুষ আর গাড়ি চলাচল করে। আর এই বিল্ডিংয়ের যা অবস্থা তাতে যেকোনও সময় ভেঙে পরে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসন এই ব্যাপারে অবিলম্বে নজর দিক। এতে সাধারণ মানুষের সঙ্গে এই বিল্ডিংয়ে যে পুলিশকর্মীরা থাকেন তাঁরাও সুরক্ষিত থাকবেন। কিন্তু উত্তরপাড়ার এই পুলিশ আবাসন কেন এভাবে ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, কী কারণেই বা সংস্কার হচ্ছে না সেইসব প্রশ্ন উঠছে সব মহলে।