shono
Advertisement
Afghanistan

ফের রক্তাক্ত আফগানিস্তান, মসজিদে ঢুকে হামলা বন্দুকবাজের, এলোপাথাড়ি গুলিতে নিহত ৬

এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।
Posted: 06:55 PM Apr 30, 2024Updated: 06:55 PM Apr 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরোপ বা আমেরিকা নয়, এবার খোদ তালিবান শাসিত আফগানিস্তানে (Afghanistan) বন্দুকবাজের হামলা। মসজিদের ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয় ৬ জনকে হত্যা করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত আরও এক ব্যক্তি। এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।

Advertisement

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আবদুল মাতিন কানি এক্স হ্যান্ডেলে জানান, 'একজন অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ গুলি করে হত্যা করে মসজিদের পূণ্যার্থীদের। সোমবার হেরাত প্রদেশের গুজারা জেলার আন্দিশেহ শহরের একটি মসজিদে রাত ৯টা নাগাদ হামলা হয়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ছয় ব্যক্তির। আহত হয়েছেন একজন।' রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত বক্তার নিউজ এজেন্সিও ছয় ব্যক্তির মৃত্যুর কথা জানিয়েছে।

 

[আরও পডুন: ‘চাকরি খাচ্ছেন আপনি’, প্রাইমারি টেট মামলার শুনানিতে বিকাশরঞ্জনকে ঘিরে তুমুল বিক্ষোভ]

স্থানীয় সূত্রে জান গিয়েছে, হেরাত প্রদেশের মসজিদটি সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের। মসজিদের ইমামের মৃত্যু হয়েছে এই হামলায়। ঘটনার নিন্দা করেছে কাবুলের ইরানি রাষ্ট্রদূত। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হত্যার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়কে বারবার টার্গেট করেছে সন্ত্রাসবাদী সংগঠন আইসিস।

 

[আরও পডুন: লন্ডনের রাজপথে তরোয়াল নিয়ে তাণ্ডব আততায়ীর! জখম বহু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত বক্তার নিউজ এজেন্সিও ছয় ব্যক্তির মৃত্যুর কথা জানিয়েছে।
  • স্থানীয় সূত্রে জান গিয়েছে, হেরাত প্রদেশের মসজিদটি সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের।
Advertisement