shono
Advertisement

পরনে কমব্যাট ফোর্সের পোশাক, মস্কোর প্রেক্ষাগৃহে গুলিবৃষ্টি দুষ্কৃতীদের, নিহত অন্তত ১০

Published By: Sucheta SenguptaPosted: 11:53 PM Mar 22, 2024Updated: 12:09 AM Mar 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুতিন পঞ্চমবারের ক্ষমতা আসার পরই বড়সড় হামলার মুখে রুশ রাজধানী মস্কো (Moscow)। শুক্রবার মস্কোর ভরা প্রেক্ষাগৃহে ঢুকে গুলিবৃষ্টি (Open fire)করল বন্দুকবাজের দল। মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারালেন অন্তত ১০ জন। আহত আরও অনেকে। রুশ সংবাদ সংস্থা TASS সূত্রে খবর, হলে অনুষ্ঠান চলাকালীন কমব্যাট ফোর্সের পোশাক পড়ে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভিতরে ঢোকে তিনজন বন্দুকবাজ (Gunmen)। দর্শকদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। একে একে অনেকেই গুলিবিদ্ধ হন। সপ্তাহান্তে রাশিয়ার রাজধানীতে এমন হামলার ঘটনায় ব্যাপক আতঙ্কের পরিবেশ। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়েছে হামলা পরবর্তী পরিস্থিতির ছবি।

Advertisement

শুক্রবার সন্ধেবেলা মস্কোর ক্রকার্স সিটি হলে অনুষ্ঠান চলছিল। কমব্যাট ফোর্সের (Combat Force) পোশাক পরে তিনজন হলে ঢুকে পড়ে আচমকা হামলা চালায়। অনুষ্ঠানে আনন্দের রেশ ছিন্নভিন্ন হয়ে নিমেষে তা শোক আর আতঙ্কের পরিবেশে বদলে যায়। শুধু গুলিচালনাই নয়। রুশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্রকার্স হলে ঢোকার আগে তারা ওই বিল্ডিংয়ে বিস্ফোরণ ঘটিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। অর্থাৎ পরিকল্পনামাফিক বড়সড় হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। 

হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। তবে কারা এমন ভয়াবহ হামলা চালাল, সে বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি বলে খবর। পুতিন বিরোধী কোনও জঙ্গিগোষ্ঠীর কাজ হতে পারে, অথবা উঠতি কোনও সন্ত্রাসবাদী সংগঠনও থাকতে পারে এর পিছনে। কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

[আরও পড়ুন: ৭ দিনের ইডি হেফাজতে কেজরিওয়াল, আরও চাপে দিল্লির মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement